Home » টেপানিয়ায় আলু চাষে সাফল্যের মুখ দেখলো কৃষক

টেপানিয়ায় আলু চাষে সাফল্যের মুখ দেখলো কৃষক

by admin

প্রতিনিধি, উদয়পুর :-রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে কৃষকরা এক অগ্রণী ভূমিকা পালন করছে ত্রিপুরায় । এমনই এক চিত্র উঠে এসেছে টেপানিয়া কৃষি মহকুমার অধীনে থাকা কাজল দে নামে এক কৃষকের জমি থেকে। এপিক্যাল রুটেড কাটিং থেকে উৎপাদিত বীজ আলুর উৎপাদনশীলতা মূল্যায়ন করার উদ্দেশ্যে টেপানিয়া কৃষি মহকুমার অন্তর্গত পশ্চিম ধ্বজনগর গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার সকাল ১১ টায় এক শস্য কর্তন করা হয় । ২০২৪ – ২৫ রবি মরশুমে এই কৃষি মহকুমার ১৪ জন কৃষককে উচ্চ ফলনশীল চারটি প্রজাতির বীজ আলু যথাক্রমে কুফরি লিমা , কুফরি মোহন ও কুফরি হিমালিনী এবং কুফরি থর-২ বীজ সরবরাহ করা হয় । এরমধ্যে আজ কুফরি মোহন এই প্রকারের শস্য কর্তন করা হয়। যার উৎপাদনশীলতা দাঁড়ায় ৩৮ মেট্রিকটন / হেক্টর । টেপানিয়া ধ্বজনগরে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হওয়া এই শস্য কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগিছড়া রাজ্য উদ্যান গবেষণা কেন্দ্রের উপ-অধিকর্তা ড: রাজীব ঘোষ , সহকারি অধিকর্তা অরিন মজুমদার এবং আন্তর্জাতিক আলূ গবেষণা কেন্দ্র বিজ্ঞানী রঙ্গনাথ জিজে ও টেপানিয়া কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক অর্পিতা দত্ত , পশ্চিম ধ্বজনগর পঞ্চায়েতের প্রধান , উপপ্রধান সহ প্রমূখ। এদিন উপ-অধিকর্তা ড: রাজীব ঘোষ বলেন , এখনো যে সকল কৃষক উন্নত হয়নি । সে সকল কৃষকদেরকে উন্নত করার জন্য রাজ্য সরকার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ত্রিপুরা রাজ্যে আলু চাষ ও বীজ উৎপাদনে যেন স্বয়ংবর হতে পারে । এই পরিকল্পনা নিয়েছে রাজ্যের কৃষি দপ্তর । প্রথম ফলনে লাভের মুখ দেখার পর এবার দ্বিতীয় ফলনে যে চারটি বীজের পরীক্ষা করা হয়েছে চাষের মাধ্যমে যাতে করেও দেখা গিয়েছে কৃষকের জমিতে ভালো ফলন দিয়েছে আলু। কৃষক মহল ইতিমধ্যেই বলতে শুরু করেছে , ধান চাষের পর এবার আলু ফলনে এগিয়ে যেতে পারে টেপানিয়া। সব মিলিয়ে টেপানিয়া কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক অর্পিতা দত্তের প্রচেষ্টায় যেভাবে চলছে কৃষকদের উন্নয়ন তাতে করে আগামী দিনে এক উন্নতশীল কৃষি মহকুমা হিসেবে রাজ্য সরকারের নজর কাড়বে গোটা টেপানিয়া কৃষি মহকুমা। এমনটাই মনে করছে কৃষকরা । একই সাথে রাজ্য সরকারের কৃষি মন্ত্রী রতন লাল নাথ কৃষকদের জন্য যেভাবে নানা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন জায়গায় কাজ করে চলেছে । তা খুবই প্রশংসার যোগ্য বলে দাবি করেন কৃষি আধিকারিকরা ।

You may also like

Leave a Comment