প্রতিনিধি, উদয়পুর :-দীর্ঘদিন পর মদ বিরোধী অভিযানে সাফল্য পেল রাধা কিশোরপুর থানা । মঙ্গলবার সন্ধ্যা রাতে গোপন খবরের ভিত্তিতে , উদয়পুর খিলপাড়া বাজারে এক সব্জি দোকানে অভিযান চালায় পুলিশ। এদিন সব্জি দোকানের মালিক রাজু চন্দ্র শুক্ল দাসের দোকান করে প্রবেশ করে পুলিশ দেখতে পায় মদের কার্টুন একের পর এক । সাথে সাথেই দোকান মালিক সহ সমস্ত মদ বাজেয়াপ্ত করে পুলিশ। এদিন পুলিশ অফিসার বিপ্লব দাস জানান , বাজেয়াপ্ত মদের বাজার মূল্য প্রায় ১৫,০০০ হাজার টাকা । আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে উদয়পুরে । যেভাবে এদিন পুলিশ মদ বিরোধী অভিযানে নেমেছে । তাতে করে উদয়পুরের শিক্ষিত মহল বলতে শুরু করেছে কেন গত কয়েক মাস ধরে মদ বিরোধী অভিযান বন্ধ ছিল উদয়পুরে। বর্তমানে ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে রয়েছে সমর দাস। সমর দায়িত্ব নেওয়ার পর থেকে শুরু হয়েছে এই ধরনের ধরপাকর। সব মিলিয়ে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার যে ডাক দিয়েছিল মুখ্যমন্ত্রী । সে ডাকে সাড়া দিয়ে এবার উদয়পুরে শুরু হয়েছে নেশা বিরোধী অভিযান ।
261