Home » উত্তর জেলায় প্রায় ৩০ লক্ষ টাকার শুকনো গাজা উদ্ধার সঙ্গে ধৃত দুই।।

উত্তর জেলায় প্রায় ৩০ লক্ষ টাকার শুকনো গাজা উদ্ধার সঙ্গে ধৃত দুই।।

by admin

প্রতিনিধি ধর্মনগর,,
ছোট গাড়ির গোপন কেবিনে করে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লো গাঁজা সমেত দুই পাচারকারী যুবক।
নতুন পন্থা অবলম্বন করে গাঁজা পাচার করতে গিয়ে বহু দিন পর পুলিশের জালে ধরা পড়লো প্রায় দেড়শো কেজি শুঁকনো গাঁজা সহ দুই পাচারকারী যুবক। ধৃতরা পুলিশকে শীতঘুমে রেখে বহুদিন ধরে ছোট মালবাহী গাড়িতে করে বিভিন্ন গলিপথ ব্যবহার করে গাঁজা পাচার অব্যাহত রেখেছে। তবে সোমবার শেষ রক্ষা হয়নি। বিবরণে জানা যায়, আগরতলা থেকে অসমে পাচারের উদ্দেশ্যে TR02L-1845 নম্বরের সুজুকি কোম্পানির সুপার ক্যারি চার চাকার খালি গাড়ি নিয়ে উত্তর জেলার বিভিন্ন গলি পথ দিয়ে চুরাইবাড়ি থানা এলাকার গোবিন্দপুর এলাকায় আসে। এমনসময় পুলিশের নিকট গোপন খবর আসে যে ঐ এলাকায় গাঁজা বোঝাই একটি গাড়ি ঘুরাঘুরি করছে বলে। সঙ্গে সঙ্গে চুরাইবাড়ি থানার ওসি খোকন সাহা দলবল নিয়ে উক্ত এলাকায় ছুটে যান এবং গাড়িটিকে থানায় নিয়ে আসেন। পরে ছোট এই মালবাহী গাড়িটিতে সম্পূর্ণ তল্লাশি করে কোথাও গাঁজা পাওয়া যায় নি। পরে ওই গাড়ির বডির নিচের গোপন কেবিনে গ্যাস কাটার দিয়ে কেটে ঐ বিপুল গাঁজা গুলো জব্দ করা হয়। এতে বিভিন্ন আকারের আটাশ পেকেটে মোট একশো সাতচল্লিশ কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়,যার কালোবাজারি মূল্য প্রায় ত্রিশ লক্ষ টাকা বলে জানান ওসি। সঙ্গে আটক করা হয় আগরতলার মূল গাঁজা ব্যবসায়ী অভিজিৎ সরকার বয়স ২৮,পিতা বিপুল কান্তি সরকার,বাড়ি রাজধানী আগরতলার এডিনগর চার পাড়া এলাকায়।অপর যুবক বিহারের সনু কুমার বয়স ২৩,পিতা সিয়ারাম রায়,বাড়ি বিহারের বৈশালী জেলার ফতেপুর থানাধীন নগরগাওয়া গ্ৰামে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আগরতলা থেকে গাঁজা গুলো প্রথমে অসমের পাথারকান্দি নিয়ে যাবে ধৃত যুবকদ্বয়। পরবর্তী সময়ে সেখান থেকে অন্য গাড়ি করে গাঁজা গুলো বিহারের উদ্যেশ্যে নিয়ে যাওয়া হবে বলে জানায় ধৃতরা।
এতে ধারণা করা হচ্ছে জাতীয় সড়কে পুলিশি ব্যাপক ধরপাকড়ের ফলে বহু দিন ধরে এভাবে ছোট পন্যবাহী গাড়ি করে ত্রিপুরা -অসম সীমান্তের বিভিন্ন ছোট গলি পথ ব্যবহার করে গাঁজা পাচার অব্যাহত রেখেছে পাচারকারীরা। পুরাই বাড়ি থানার পুলিশ একটি সুনির্দিষ্ট ধারায় মামলার রুজু করে আগামীকাল ধর্মনগর জেলা ও দায়রা আদালতে পাঁচ দিনের রিমান্ডে চেয় আদালতে সোপর্দ করবে বলে জানালেন ওসি।

You may also like

Leave a Comment