Home » সম্প্রীতির বার্তা দিয়ে শুরু হল প্রথম রাজ্যভিত্তিক রিয়াং সম্প্রদায়ের লংদ্রাই পূজা এবং মেলা।

সম্প্রীতির বার্তা দিয়ে শুরু হল প্রথম রাজ্যভিত্তিক রিয়াং সম্প্রদায়ের লংদ্রাই পূজা এবং মেলা।

by admin

শান্তিরবাজার প্রতিনিধি :পুজো অর্চনার মধ্যে দিয়ে শান্তির বাজার মহকুমায় বীরচন্দ্র মনু ৮ নং জাতীয় সড়ক সংলগ্নে লংদ্রাই মন্দিরে পুজো এবং মেলা অনুষ্ঠিত হয় ব্রু সংগ্রংমা মথহ্ সামাজিক সংস্থার উদ্যোগে। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই রাজ্যভিত্তিক প্রথম লংদ্রাই পূজোর এবং মেলার অনুষ্ঠানিক শুভ সূচনা করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন ব্রু সংগ্রংমা মথহ্ সামাজিক সংস্থার সমাজপতি খবারাম রিয়াং,ব্রু সংগ্রংমা মথহ্ সামাজিক সংস্থার জেনারেল সেক্রেটারি খনারাম রিয়াং, দক্ষিণ জোনাল জয়েন চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং, জোনাল চেয়ারম্যান ডেবিট মুড়াসিং ,পাড়া চৌধুরী, হাপায় চৌধুরী সহ অন্যান্যরা। মন্ত্রী বিকাশ দেববর্মা রাজ্যের সমস্ত অংশের মানুষের সুখ শান্তি সমৃদ্ধ কামনা করে বীরচন্দ্র মনু লংদ্রাই মন্দিরে পূজো অর্চনা করেন। ব্রু সংগ্রংমা মথহ্ সামাজিক সংস্থার দখলকৃত লংদ্রাই মন্দিরে পাট্টা প্রদানের পাশাপাশি ব্রু সংগ্রংমা পূজায় ছুটি ঘোষণা নিও রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট আলোচনা করা হবে বলে জানান মন্ত্রী বিকাশ দেববর্মা। অপরদিকে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দর্শনার্থীদের জন্য হরির নাম সংকীর্তন এর পাশাপাশি রাতব্যাপী মঞ্চস্থ হয়েছে বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান। এই মেলা সার্বিক এবং সুন্দরভাবে সম্পন্ন করতে ৩০ হাজার টাকা প্রদান করেন দক্ষিণ জোনাল জয়েন চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং। রাজ্যভিত্তিক প্রথম লংদ্রাই মন্দির প্রাঙ্গনে এই পূজো অর্চনা এবং মেলাকে কেন্দ্র করে রিয়াং সম্প্রদায়ের লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল।

You may also like

Leave a Comment