প্রতিনিধি কৈলাসহর:-গুচ্ছ প্রকল্পের বাস্তবায়ন এবং উন্নয়নের মুকুটে গুচ্ছ পালক সংযোজিত করতে ত্রিপুরা সরকার কর্তৃক অসংখ্য উন্নয়নমূলক কাজের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।যার ভিত্তি প্রস্তর এবং শিলান্যাস আগামী ৪ঠা মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে সংঘটিত হবে।কৈলাসহর মহকুমা শাসকের নতুন ভবন নির্মাণ,জেলা পরিবহন দপ্তরের কার্যালয়,অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ ভদ্র পল্লী হাইয়ার সেকেন্ডারি স্কুলে, পরিকাঠামোগত উন্নয়ন রামকমল হাইয়ার সেকেন্ডারি স্কুলের,ছনতৈল এলাকায় টেনিস কোর্ট স্থাপন, গৌরনগর এলাকায় ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাব এবং ভেটেনারি হসপিটাল, কৈলাসহরে ৫০ শয্যা বিশিষ্ট ড্রাগ ডি-এডিকশন সেন্টার, রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে ৮ শতাধিক আসন বিশিষ্ট অডিটরিয়াম,দেওড়াছড়া অঞ্চলে মাল্টিপারপাস কমিউনিটি হল স্থাপন, চন্ডিপুর এলাকায় সমাজ কল্যাণ দপ্তরের নতুন অফিস নির্মাণ,বীরচন্দ্রনগর এবং টিলাগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকায় নতুন তহশীল কাছারী ভবন নির্মাণ,সিঙ্গির বিল এলাকায় কমিউনিটি হল,কৈলাসহর পুর পুরিষদ এলাকার মাছ বাজারে ১৫টি মার্কেট স্টল নির্মাণ এবং চিনি বাগান এলাকায় ফুটবল খেলাকে আরো আধুনিক ফরমেটে নিয়ে যেতে সিন্থেটিক ফুটবল গ্রাউন্ড নির্মাণ সহ আরো অসংখ্য উন্নয়নমূলক কর্মকাণ্ডের শিলান্যাস এবং ভিত্তিপ্রস্তর স্থাপন একই দিনে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে অনুষ্ঠিত হবে।কৈলাসহর তথা ঊনকোটি জেলাকে উন্নয়নের মোড়কে সাজিয়ে তোলতে বহুমুখী পরিকল্পনা হাতে নিয়েছে ত্রিপুরা সরকার।চন্ডীপুরের বিধায়ক তথা মন্ত্রী টিঙ্কু রায়ের উন্নয়নের আন্তরিক প্রয়াস সমৃদ্ধ করে চলেছে জেলা বাসীকে।আগামী ৪ঠা মার্চ কৈলাসহরে আসছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।মুখ্যমন্ত্রীর হাত ধরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও ভূমি পূজন অনুষ্ঠিত হবে।তার-ই প্রেক্ষাপটে ২৫শে ফেব্রুয়ারী ঊনকোটি জেলা শাসকের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়,জেলা শাসক দিলীপ কুমার চাকমা,অতিরিক্ত জেলা শাসক অর্ঘ্য সাহা, জেলা শিক্ষাধিকারিক প্রশান্ত কিলিকদার সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।
এই সভায় মূলত মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের শিলান্যাসের রূপরেখা তৈরি করা হয়।মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসনিক উদ্যোগ এবং তার সুশৃঙ্খল বাস্তবায়ন নিয়ে মন্ত্রীর উপস্থিতিতে আজ দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আলোচনা শেষে মন্ত্রী টিংকু রায় উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের স্থান পরিদর্শন করেন।এই জেলার শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে ইতিমধ্যে ৯টি বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নে ৫৬ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে সরকারের তরফে।এর মধ্যে কিছু বিদ্যালয়ের কাজ সম্পন্ন হলেও,কিছু বিদ্যালয়ে কাজ এখনও অর্ধসমাপ্ত রয়েছে এবং কিছু নতুন ভবন নির্মাণের কাজ শুরু হতে চলেছে।এছাড়াও,সতেরো মিয়ার হাওরের মাছ চাষের প্রকল্প সহ একাধিক নতুন বিদ্যালয় ভবনের শিলান্যাস করতে পারেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।তাঁর সফরকে কেন্দ্র করে এলাকার শিক্ষা ও উন্নয়ন খাতে বড় পরিবর্তন আসতে চলেছে বলে মনে করা হচ্ছে।কয়েকশো কোটি টাকার বরাদ্দকৃত এই সংশ্লিষ্ট প্রকল্পগুলোর নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর কৈলাসহর তথা ঊনকোটি জেলার চেহারা বদলে যাবে বলে আশাবাদী উন্নয়নকামী নাগরিকরা।
আগামী ৪ঠা মার্চ গুচ্ছ প্রকল্পের শিলান্যাসে কৈলাসহরে আসছেন মুখ্যমন্ত্রী
62
previous post