প্রতিনিধি, গন্ডাছড়া ২৪ ফেব্রুয়ারি:- ডুম্বুর নগর আইসিডিএস প্রজেক্টের অধীনে ৯ জন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং ১৬ জন হেলপার নিয়োগ নিয়ে সোমবার গন্ডাছড়া সিডিপিও অফিসে তালা ঝুলিয়ে আইপিএফটি দলের কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। এদিন সকালে শতাধিক আইপিএফটি কর্মী দলীয় পতাকা হাতে নিয়ে সিডিপিও অফিসে প্রবেশ করে, এবং অফিস কর্মীদের জোরপূর্বক অফিস থেকে বের করে দিয়ে দরজায় তালা ঝুলিয়ে দেন।
ঘটনার পর গন্ডাছড়া থানার বিশাল পুলিশ বাহিনী সিডিপিও অফিসে উপস্থিত হয়। এই বিষয়ে অফিস কর্তৃপক্ষ গন্ডাছড়া থানায় একটি মামলা দায়ের করেছে। আইপিএফটি দলের স্থানীয় নেতৃত্বরা অভিযোগ করেছেন যে, অঙ্গনওয়াড়ি কর্মী ও হেলপার নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। সম্পূর্ণ অবৈধ ভাবে তাদের নিয়োগ করা হয়েছে। অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে পুনরায় নিয়োগের দাবি জানিয়েছেন।
এদিকে অফিস কর্তৃপক্ষ জানিয়েছেন, গত নভেম্বর মাসে ডুম্বুর নগর আইসিডিএসের অধীনে ৯ জন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং ১৬ জন হেলপার নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হয়েছিল। ইন্টারভিউ কমিটির চেয়ারম্যান ছিলেন ডুম্বুরনগর ব্লকের বিডিও, সদস্য সচিব ছিলেন সিডিপিও, এবং সদস্য ডুম্বুরনগর বিদ্যালয় পরিদর্শক ও মহকুমা স্বাস্থ্য আধিকারিক। ইন্টারভিউয়ের পর নির্বাচিতদের ১৯ ফেব্রুয়ারি অফার লেটার দেওয়া হয়েছে।
আইপিএফটি দলের অভিযোগ, ইচ্ছাকৃত ভাবে তাদের দলের কর্মীদের অফার লেটার দেওয়া হয়নি, তাই তারা সিডিপিও অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন। এদিন তারা ইন্টারভিউ রেজাল্ট শীট দেখানোর দাবি জানিয়েছেন, কিন্তু অফিস কর্তৃপক্ষ হাই অথরিটির পারমিশন ছাড়া রেজাল্ট শীট দেখাতে অস্বীকৃতি জানিয়েছেন।
এছাড়া, অফিস কর্মীরা দাবি করেছেন যে, সিস্টেম অনুসারে বৈধভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
এ ধরনের বিক্ষোভের কারণে অফিস কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাদের দাবি, অফিস চলাকালীন পুলিশি টহল বাড়ানো হোক।
গন্ডাছড়া সিডিপিও অফিসে তালা ঝুলিয়ে আইপিএফটির বিক্ষোভ প্রদর্শন
55
previous post