প্রতিনিধি, উদয়পুর :- গ্রামের রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল বিভিন্ন সমস্যায় ভুগছে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের মুড়াপাড়া শাস্ত্রীজি কলোনি এলাকায় । রাস্তাঘাটসহ আরো একাধিক সমস্যার বিষয়ে জানতে পেরে এবার নিজ বিধানসভা কেন্দ্রের এই গ্রামীন এলাকায় পরিদর্শনে যান বিধায়ক অভিষেক দেবরায় । সাথে ছিলেন পূর্ত দপ্তরের আধিকারিকরা। এদিন বিধায়ক পায়ে হেঁটে ঘুরে দেখেন গোটা গ্রামীণ এলাকার রাস্তাঘাট । তিনি গ্রামবাসীদের কে আশ্বস্ত করেন পানীয় জলে যে সমস্যাটি রয়েছে তা খুব তাড়াতাড়ি সমাধান করা হবে। পাশাপাশি এক কিলোমিটারের উপর যে রাস্তাটি রয়েছে , তা আগামী দিনে গোটা রাস্তাটিকে পাকা সড়কে নির্মাণ করা হবে। তিনি সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে জানান , বিগত সরকারের আমলে কখনো এইভাবে কোন বিধায়ক গ্রামীণ এলাকা পরিদর্শন করে সাধারণ গ্রামবাসীদের কাছ থেকে সমস্যার কথা শুনতে রাজি ছিলেন না। কিন্তু বর্তমান সরকার সব সময় উন্নয়নের কথা বলে। তাই নিজ বিধান সভা কেন্দ্রে কোন ধরনের সমস্যা রয়েছে কিনা অথবা সাধারণ মানুষের আর কি কি সমস্যা রয়েছে সে সকল বিষয় অবহিত হওয়া । পাশাপাশি এলাকার উন্নয়নে জোর দেওয়া। তাহলে এলাকায় দ্রুত উন্নয়ন হবে। গ্রামীন এলাকা যদি উন্নয়ন হয় তাহলে গোটা বিধানসভা উন্নয়ন তা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়। বিগত সরকারের আমলে এই ধরনের চিন্তা ভাবনা কখনো ছিল না। বিধায়ক এই দিন ঘুরিয়ে আক্রমণ শানান রাজ্যের বিরোধীদল বামেদেরকে। আগামী দিনে নতুন রাস্তা তৈরি হওয়ার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়তে ব্যাপক উৎসাহ দেখা দেয় সাধারণ মানুষের মধ্যে ।
57