প্রতিনিধি। তেলিয়ামুড়া। ১১ই ফেব্রুয়ারী।দিল্লি বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির অভূতপূর্ব জয়ে সারা দেশের সাথে এ রাজ্যে ও ব্যাপক উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। আম আদমি পার্টিকে পরাজিত করে দিল্লির মসনদে পদ্ম শিবিরের এই সাফল্যকে ঐতিহাসিক বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিজেপির এই জয়কে কেন্দ্র করে দেশের বিভিন্ন রাজ্যে বিজয় মিছিল অনুষ্ঠিত হচ্ছে, তারই অংশ হিসেবে আজ কল্যাণপুর প্রমোদনগর মন্ডলের উদ্যোগে এক বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। বিজয় র্যালিটি দাউছড়া বাজার থেকে শুরু হয়ে কল্যাণপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে মন্ডল কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে বিজেপির শতাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। এই কর্মসূচিতে অংশ নেন কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, মন্ডল সভাপতি নিতাই বল, বিজেপি নেতা সৌমেন গোপ, চয়ন রায়-সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব। সংক্ষিপ্ত বক্তব্যে বিধায়ক পিনাকী দাস চৌধুরী দিল্লির এই জয়কে “অভূতপূর্ব” বলে উল্লেখ করেন। তিনি বলেন, “এই বিজয় প্রকৃতপক্ষে উন্নয়নের পক্ষে সাধারণ মানুষের রায়। দীর্ঘদিন ধরে দিল্লিতে দুর্নীতির যে ছায়া ছিল, মানুষ তার অবসান চেয়েছিল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিজেপি যে উন্নয়নের রাজনীতি করছে, এই জয় তারই স্বীকৃতি।” মন্ডল সভাপতি নিতাই বল বলেন, “কল্যাণপুর প্রমোদনগর মন্ডলের প্রতিটি কর্মী আজ আনন্দিত। এই জয় আমাদের সকলকে আরও শক্তিশালীভাবে ভবিষ্যতে কাজ করার অনুপ্রেরণা দেবে।” বিজেপির বিজয় র্যালিকে কেন্দ্র করে গোটা এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। দলীয় কর্মীরা ঢাক-ঢোল বাজিয়ে, দলীয় পতাকা হাতে নেচে-গেয়ে বিজয় উৎসব পালন করেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, দিল্লিতে বিজেপির এই জয় শুধু রাজ্যের রাজনীতিতে নয়, সারাদেশের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে।আজকের বিজয় মিছিলে কল্যাণপুর এলাকার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
43