Home » গন্ডাছড়ায় শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের বাৎসরিক উৎসব

গন্ডাছড়ায় শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের বাৎসরিক উৎসব

by admin

 প্রতিনিধি, গন্ডাছড়া ৮ ফেব্রুয়ারি:- গন্ডাছড়া শ্রী শ্রী রাম ঠাকুর সেবা আশ্রমের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের ৪৬ তম বাৎসরিক মহোৎসব উদযাপন শুরু হয়েছে। এবারের উৎসবের নাম যজ্ঞের শুভ সূচনা হয় শনিবার থেকে এবং এর আগে শুক্রবার সন্ধ্যায় গঙ্গা আহবানের মাধ্যমে উৎসবের শুভ উদ্বোধন হয়। এটি একটি অত্যন্ত আধ্যাত্মিক এবং ধর্মীয় অনুষ্ঠান, যা প্রতিটি ভক্তের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আধ্যাত্মিক উন্নতির পথ সুগম করে।
উৎসব কমিটির সম্পাদক প্রমিল দেব জানান, শনিবার ভোর ৪ টা থেকে শুরু হয়ে, ৫ দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠান চলবে বৃহস্পতিবার সকাল ৬ টা পর্যন্ত। এটি পূর্বের উৎসবগুলোর মতোই হরিনাম যজ্ঞের মাধ্যমে প্রতিপালিত হবে। উৎসবটি শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের প্রতি গভীর শ্রদ্ধা ও আস্থা প্রকাশের একটি মহৎ উদ্যোগ। পাঁচ দিনের এই ধর্মীয় অনুষ্ঠানে একদিকে যেমন আধ্যাত্মিক চর্চা ও ভক্তির মাধ্যম হয়ে ওঠে, তেমনি ধর্মীয় শিক্ষার প্রচারের জন্য এটি একটি বিশাল উপলক্ষ।
শ্রী শ্রী রাম ঠাকুর সেবা আশ্রমের কর্তৃপক্ষ এবং স্থানীয় সমাজে এই অনুষ্ঠানকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়, এবং তা মানুষের মন ও মনের মধ্যে শান্তি এবং আনন্দের সৃষ্টি করে। প্রতিটি ভক্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান এবং এতে আধ্যাত্মিক শুদ্ধতা ও বিশ্বাস স্থাপন করতে আগ্রহী।
এছাড়াও, প্রমিল দেব আরও জানান যে, এই ধর্মানুষ্ঠানকে সফল করতে সকল স্তরের মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় জনগণের সহযোগিতার মাধ্যমে এটি আরও সফল এবং সার্থক হবে। উৎসবের সময়কালে সেবার উদ্দেশ্যে অসংখ্য ভক্ত আশ্রমে উপস্থিত হয়, এবং এই মহোৎসবটি তাদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে ওঠে।
শ্রী শ্রী রামচন্দ্র দেবের বাৎসরিক মহোৎসবকে ঘিরে ভক্তবৃন্দদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ভক্তরা ধর্মীয় আনন্দে মগ্ন হয়ে এবং একত্রিত হয়ে এই আধ্যাত্মিক উপলক্ষের অংশ হতে চান। পাঁচ দিনের এই অনুষ্ঠান ধর্মীয় পরম্পরা ও আধ্যাত্মিক চর্চার কেন্দ্রস্থলে পরিণত হয়েছে, এবং এটি প্রত্যেক ভক্তের জন্য এক বিশেষ ধর্মীয় অভিজ্ঞতা প্রদান করে।
উৎসবের সাফল্য কামনা করতে এবং সেই উদ্দেশ্যে সবাইকে একত্রিত হতে হবে, যেন একত্রে সবাই শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের মহিমা প্রচার করতে সক্ষম হয়।

You may also like

Leave a Comment