70
- প্রতিনিধি ধর্মনগর,,আটই ফেব্রুয়ারী সকাল আনুমানিক এগারোটা নাগাদ বিলিতি মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ প্রদর্শন সহ রাস্তা অবরোধে বসে স্বসহায়ল দলের নারীবাহিনী।ঘটনাটি ঘটে পানিসাগর থানার অন্তর্গত তিলথৈ বাজার সংলগ্ন এলাকায়।ঘটনার বিবরণে জানা যায় যে, দুই প্রতাপশালী ব্যক্তিরার উদ্যোগে তিলথৈ বাজার সংলগ্ন এলাকায় বিলিতে মদের কাউন্টার বসায় বিগত প্রায় এক বৎসর পুর্বে।এমতাবস্থায় স্থানীয় এলাকার লোকজন অভিযোগ করে জানায় বিলিতি মদের কাউন্টার টি সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি সহ সকল প্রকার নিতী নির্দেশিকা সম্বলিত প্রটোকল মেনে বসানো হলেও এলাকাটি জনবহুল হওয়া সহ তিলথৈ রুপচরন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হওয়াতে স্কুল চলাকালীন সময়ে স্কুলে যাওয়া আসা করতে গিয়ে ছাএ ছাএিদের প্রতিনিয়ত পড়তে হয় নানান ধরনের দৃষ্টি কটোর সমস্যায়।এছাড়াও তিলথৈ বাজারে গজিয়ে ওঠা দেশীয় মদের দোকান সহ বিলিতি মদ্যপায়ীদের তান্ডবে দিনের অধিকাংশ সময় তিলথৈ বাজার সহ স্কুল চত্বর চলে যায় মদ্যপদের দখলে।শুধু তাই নয়,মদ্যপ অবস্থায় পকেট খালি করে বাড়িতে গিয়ে স্ত্রী সহ পরিবার পরিজনদের উপর অকথ্য নির্যাতন চালায়।এতে করে পরিবার সুখ শান্তি ধ্বংসের পথে কারুর যাচ্ছে বা কারো কারো ধ্বংসের হয়ে গেছে ।মাঝে মধ্যে মদ্যপদের বাইক সহ গাড়ি ঘোরার জানঝটের কারনে মদ কাউন্টারের সম্মূখে রাস্তা অবরোধ হয়ে পরে।এই ধরনের সামাজিক অবক্ষয় থেকে পরিএান পেতে স্থানীয় এলাকার সকল পরিবারের নারীরা স্থানীয় বিশেষ ব্যক্তিবর্গের কাছে গিয়ে বিভিন্ন ভাবে প্রতিবাদ করার পরেও কোন সুরাহ পাচ্ছেন না বলে খবর। তার জন্য পরিবারের বর্তমান ও ভবিষ্যৎ সামলানোর জন্য বাধ্য হয়ে সংঘবদ্ধ হয়ে নারীবাহিনী আটই ফেব্রুয়ারী বিলিতি মদের কাউন্টারে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ প্রদর্শন সহ তিলথৈ আনন্দবাজার রাস্তা অবরোধ করে।রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনা স্হলে পৌছায় পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেব্বর্মা সহ পানিসাগর থানার ও,সি সুমন্ত ভট্টাচার্য সহ বিশাল পুলিশ ও টি,এস,আর বাহিনি।ছুটে আসে ধর্মনগর জেলা প্রশাসনের কর্মরত এক আধিকারিক।সকলের সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কথা বলা হয় রাস্তা অবরোধ কারি বীরাঙ্গনাদের সাথে।পরবর্তীতে আধিকারিকদের সাথে কথা বলে সামাজিক অবক্ষয়ের বিষয়টি নিয়ে বিলিতি মদ ব্যাবসায়ীদের সাথে আলোচনা ক্রমে বিষয়টির সমাধান করবেন বলে সম্মতি দিলে রাস্তা অবরোধ মুক্ত করলে স্বাভাবিক হয় ।