Home » সাত সকালে একটি চুরি কান্ডের ঘটনা প্রত্যক্ষ করলো পানিসাগর এলাকার জনগন।

সাত সকালে একটি চুরি কান্ডের ঘটনা প্রত্যক্ষ করলো পানিসাগর এলাকার জনগন।

by admin

প্রতিনিধি ধর্মনগর,,৩১শে জানুয়ারি সাত সকালে একটি চুরি কান্ডের ঘটনা প্রত্যক্ষ করলো পানিসাগর এলাকার জনগন।এবারকার চুরি কান্ডটি সংঘটিত হয় পানিসাগর থানাধীন পশ্চিম পানিসাগর পাঁচ নং ওয়ার্ড এলাকায়।ঘটনার বিবরণে জানা যায় যে,পশ্চিম পানিসাগর এলাকার বাসিন্দা অশোক দাস ও অনিক দাস,পিতা অজয় চন্দ্র দাস এর বাড়িল লোকজন সাত সকালে ঘুম থেকে উটে দেখতে পায় যে,ওদের উটানে থাকা বেশ কিছু রাবারের সিট সহ স্কেপ নেই।পরবর্তীতে বাড়িতে লাগানো সি,সি,ক্যামেরা ফুটেজ প্রত্যক্ষ করে সম্ভাব্য অভিযুক্ত চোর কে সনাক্ত করে।জানা যায় যে,অশোক এবং অনিক এরা দুই ভাই বিগত বেশ কিছু বৎসর যাবৎ রাবারের বাগান সহ রাবার সিট ও স্কেপ এর ব্যাবসা করতো।বাড়ি মালিক জানায় সি,সি,ফুটেজের সময় সূচি অনুযায়ী গতকাল রাএি বারোটা ২৩ মিনিটে চুরি কান্ডটি সংঘটিত হয়।এই মর্মে ৩১শে জানুয়ারি সাত সকালে চুরি কান্ডের বিষয়ে পানিসাগর থানায় অভিযোগ জানালে পানিসাগর থানার পুলিশ গিয়ে চুরি কান্ডের বিষয়ে খোঁজ খবর নেয় ।ধারনা করা হচ্ছে পুলিশ সঠিক তদন্ত করলে আসল চোরের সন্ধান বেরিয়ে আসবে।

You may also like

Leave a Comment