Home » স্বচ্ছ পানীয় জল পান করার অধিকার সবার আছে।।

স্বচ্ছ পানীয় জল পান করার অধিকার সবার আছে।।

by admin

প্রতিনিধি ধর্মনগর,,পরিশ্রুত পানীয় জল সরবরাহ সহ নিরবিছিন্ন জল পরিষেবা পেতে ৩০শে জানুয়ারি সকাল আনুমানিক নয়টা নাগাদ পানিসাগর থানাধীন জনজাতি অধ্যুষিত ভাল্লুক ছড়া পঞ্চায়েত কার্যালয় সংলগ্ন এলাকায় দামছড়া জলাবাসা প্রদান সড়করি অবরোধে বসে স্থানীয় এলাকার লোকজন।ঘটনার বিবরণে জানা যায় যে,বর্তমান শুখা মরশুমের শুরুতেই পানীয় জলের আহাকার পরিলক্ষিত হতে শুরু করেছে রাজ্য জোরে সর্বএই।তবে জনজাতি অধ্যুষিত পাহাড়ি এলাকা গুলোতে এর প্রাদুর্ভাব অনেকটাই বেশি।ভাল্লুক ছড়া এলাকাটি পাহাড়ি অধ্যুষিত হওয়াতে পানীয় জলের ভোগান্তির শিকার হতে হচ্ছে।জানা গেছে ঐ এলাকায় একটি জলের গভীর নলকূপ রয়েছে।এটি পরিচালনার দায়িত্বে রয়েছেন স্থানীয় এলাকার লেনা হালাম ও সলিরাম রিয়াং।এলাকা বাসিরা অভিযোগ করে জানায় ভাল্লুক ছড়া বাজার সংলগ্ন এলাকার লোকজন বিগত বেশ কিছু দিন যাবৎ পানীয় জল থেকে পুরোপুরি বঞ্চিত।এরা দুজন অপারেটরের সাথে কথা বলে জানতে পারে মেশিন খারাপ।অথচ খোজ খবর নিয়ে জানা গেছে এলাকার একটা অংশ পানীয় জল পেলেও বেশিরভাগ অংশই বঞ্চিত।ধারনা করা হচ্ছে হয়তোবা জলের লাইন ফেটে গিয়ে জল ঐ এলাকায় পৌছায় নি।দীর্ঘ প্রায় তিন ঘন্টা ব্যাপী রাস্তা অবরোধের ফলে অবরোধ স্থলের উভয় প্রান্তে ছোট বড় যান বাহন দাড়িয়ে পড়ে।এতে করে নিত্য যাএি সহ দূরদূরান্ত থেকে আগত যানবাহনেরা পড়ে গভীর বিপাকে।অবরোধের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবরোধ স্থলে পৌছায় পানিসাগর থানার পুলিশ।অবরোধ কারিদের সাথে আলোচনা করতে ছুটে যায় পানিসাগর মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর সুকুমার রিয়াং সহ পানিসাগর ডি,ডব্লিও,এস দপ্তরের আধিকারিকেরা।ডি,ডব্লিউ,এস দপ্তরের আধিকারিক জানায় তিনি সবসময় দায়িত্ব প্রাপ্ত দুজন অপারেটরের সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন।অপারেটরা নাকি ওনাকে এই নিয়ে কোন কিছু জানায়নি।বরং সকলেই পানীয় জল সরবরাহ সঠিক ভাবে পাচ্ছে বলে জানায়।এলাকাবাসীরা জানায় স্থানীয় দুই অপারেটরের খামখেয়ালি পনায় ভাল্লুক ছড়া এলাকার লোকজনেরা পানীয় জল থেকে বঞ্চিত।এলাকাবাসিদের অভিযোগ প্রায় সময় মেশিন খারাপ বলে জল সরবরাহ বন্ধ করে রাখে অপারেটর দ্বয়।এমনকি জলের পাইপ লাইন ফেটে গেলে সারাই করতে কোন ধরনের উদ্যোগ গ্রহন করা তো দূরের কথা দপ্তরকে জানাতে পর্যন্ত কর্তব্য বোধ করেনি।পরবর্তীতে পানিসাগর ডি,ডব্লিও,এস দপ্তরের আধিকারিকের আশ্বাসে আজকের মধ্যেই স্থায়ী সমাধান সহ দুজন অপারেটর এর বিরুদ্ধে যতুপযুক্ত ব্যাবস্থা গ্রহন করবে বলায় বিক্ষুব্ধ অবরোধ কারিরা রাস্তা অবরোধ প্রত্যাহার করে।পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হয়।

You may also like

Leave a Comment