Home » সামাজিক কাজের মধ্য দিয়ে প্রগ্রেসিভ ইউথ ক্লাবের সুবর্ণ জয়ন্তী উদযাপন শুরু।

সামাজিক কাজের মধ্য দিয়ে প্রগ্রেসিভ ইউথ ক্লাবের সুবর্ণ জয়ন্তী উদযাপন শুরু।

by admin

প্রতিনিধি, তেলিয়ামুড়া। ১৯জানুয়ারি।খোয়াই জেলার ঐতিহ্যবাহী ক্লাব প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে ১৫ দিনব্যাপী বিভিন্ন সামাজিক কর্মসূচির শুভ উদ্বোধন করেন শনিবার সন্ধ্যায় ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। এদিনের এই অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন পৌর পরিষদের পৌর পিতা রূপক সরকার, ক্লাবের সভাপতি সঞ্জিত কুমার দাস সম্পাদক পিন্টু দাস সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিরা।
দীর্ঘ ৫০ বছর ধরে তেলিয়ামুড়া প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাব সুনামের সাথে বিভিন্ন সমাজসেবক মূলক কাজকর্ম করে আসছে। বিশেষ করে দুস্থ গরিব মানুষদের মধ্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য বিগত দিনগুলিতে সুনামের সাথে কাজকর্ম করে আসছে।
দুস্থ গরিব ছাত্র-ছাত্রীদের জন্য প্রোগ্রেসিভ শিশু তীর্থ নামে একটি স্কুল বর্তমানে সুনামের সাথে পরিচালিত হচ্ছে। ১৫ দিনব্যাপী বিভিন্ন সামাজিক কর্মসূচিতে সুবর্ণ জয়ন্তী বর্ষ অনুষ্ঠানটি পালন করতে যাচ্ছে ক্লাব সদস্যরা। এদিনের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানের স্বাগত ভাষণ রাখেন ক্লাবের সম্পাদক পিন্টু দাস। ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক এর ভাষণ রাখতে গিয়ে বিধায়িকা কল্যাণী সাহা রায় বলেন,,, এ ক্লাবের মতো তেলিয়ামুড়া সহ রাজ্যের বিভিন্ন ক্লাব যাতে সামাজিক কাজকর্মে এগিয়ে আসে। তিনি বলেন, দীর্ঘ ৫০ বছর যাবৎ এই ক্লাবটি গোটা খোয়াই জেলার মধ্যে সুনামের সাথে বিভিন্ন সামাজিক কাজকর্ম করে আসছে। আগামী দিন গুলিতে ক্লাবের কর্মকর্তারা বিগত দিনের সুনাম ধরে রাখতে পারে তার আহব্বান ও করেন বিধায়িকা।
বিধায়িকা ছাড়া আমন্ত্রিত অন্যান্য অতিথিরা ক্লাবের সমাজ সেবামূলক কাজকর্মের দীর্ঘ আয়ু কামনার্থে বক্তব্য রাখেন। ক্লাবের এই সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানে ক্লাবের প্রবীণ সদস্যদের বিশিষ্ট ব্যাক্তিদের পাশাপাশি তেলিয়ামুড়া মহকুমার সাংবাদিকদের ও সংবর্ধনা প্রদান করা হয় ক্লাবের উদ্যোগে।আজ সকালে ক্লাব সদস্যরা করিলং ও তার আশপাশ এলাকা গুলিতে স্বচ্ছ ভারত কর্মসূচি রূপায়ণ করে।

You may also like

Leave a Comment