প্রতিনিধি কৈলাসহর:-১৩ই জানুয়ারী সোমবার কৈলাসহর মহকুমা প্রশাসন,তথ্য ও সংস্কৃতি দপ্তর,গৌরনগর ও চন্ডীপুর ব্লকের যৌথ উদ্যোগে শৈবতীর্থ ঊনকোটিতে অনুষ্ঠিত হয়েছে মকর সংক্রান্তি মেলা।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস।এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক বিরজিৎ সিনহা,জেলা পরিষদের সদস্য বিমল কর ও শ্যামল দাস,সহ-অধিকর্তা বিশ্বজিৎ দেব,মহকুমা কল্যাণ আধিকারিক মতিরঞ্জন দেববর্মা এবং সমাজকর্মী পিন্টু ঘোষ ও প্রীতম ঘোষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়।স্বাগত বক্তব্য রাখেন মহকুমা শাসক প্রদীপ সরকার।সরকারী উদ্যোগে প্রতিবছর এই শৈবতীর্থ ঊনকোটিতে মকর সংক্রান্তি মেলা অনুষ্ঠিত হয় ।এছাড়াও বাসন্তী পূজার সময় অনুষ্ঠিত হয় অশোকাষ্টমী মেলা।বক্তব্য রাখতে গিয়ে সকলেই গৌরব গাঁথা উনকোটির ভাস্কর্য,ঐতিহ্য ও প্রাচীন শিল্পকলার প্রাসঙ্গিকতা তুলে ধরেন। এছাড়াও ঊনকোটির সংস্কার এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন গুলিকে রক্ষণাবেক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি পর্যটকদের কিভাবে আকৃষ্ট করা যায় সে বিষয়ে আরকেলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দায়িত্ব নিয়ে এই কেন্দ্রকে সাজিয়ে তোলা এবং পর্যটকদের জন্য সমস্ত কিছুর পরিষেবা অব্যাহত রাখার উপর জোর দেওয়া হয়।এই মকর সংক্রান্তিকে কেন্দ্র করে স্থানীয় শিল্পীদের পাশাপাশি কমলপুর,কুমারঘাট,ধর্মনগর থেকে শিল্পীরা তাদের সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন এবং সারারাতব্যাপী পদাবলী কীর্তনের আসর অনুষ্ঠিত হয় পুন্যার্থীদের জন্য।
35