প্রতিনিধি, উদয়পুর : – বুধবার উদয়পুর উত্তর মহারানী গ্রাম পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে গোমতী মুক্ত মঞ্চে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর ও মাতারবাড়ি আরডি ব্লক যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী মহারানী জল উৎসবের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে গোমতী নদী পূজন ও মুক্তমঞ্চে প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ সূচনা করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক রামপদ জমাতিয়া, উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার, গোমতী জিলা পরিষদের সহকারী সভাধিপতি সুজন সেন, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী রানী দাস, মাতাবাড়ি আরডি ব্লকের বিডিও শুভব্রত দে সহ আরো এলাকার জনপ্রতিনিধিরা। উদ্বোধন অনুষ্ঠানে জল সংরক্ষণ নিয়ে শপথ বাক্য পাঠ করেন মাতাবাড়ি আরডি ব্লকের বিডিও শুভব্রত দে। পরবর্তী সময় অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়ের হাত দিয়ে ১৮জন সুবিধাভোগী মৎস্য চাষী লাভ্যথীদের মৎস্যজাল ও জল রাখার পাত্র দেওয়া হয়।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, জল সংরক্ষণ ও বন্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি, এই উৎসবের মাধ্যমে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়, যা ভবিষ্যতে সমাজের সাংস্কৃতিক সমৃদ্ধিতে সহায়ক হবে। মন্ত্রী বলেন , নদীতে দূষণের মাত্রা কমাতে হবে তাহলে আগামী দিন গোমতী নদীর জল আরো নানা কাজে ব্যবহার করা যাবে এবং সেচের কাজ থেকে শুরু করে পানীয় জলের জন্য আর কোন ধরনের অসুবিধা হবে না গোটা উদয়পুরবাসীকে। অনুষ্ঠান শেষে বিভিন্ন দপ্তরের স্টলগুলি ঘুরে ফিতা কেটে পরিদর্শন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অতিথিবর্গরা। এই অনুষ্ঠানে লোকসমাগমের উপস্থিতি ছিল সারা জাগানোর মত।
নদীতে দূষণ বন্ধ করতে হবে তাহলে বাঁচবে প্রাণ : মহারানী জল উৎসবে বললেন অর্থমন্ত্রী
31