প্রতিনিধি , উদয়পুর :- রাজ্যের স্বনামধন্য বিদ্যালয় উদয়পুরের রমেশ স্কুলের ৭৫ তম স্থাপনা দিবস পালন করা হয় সারম্বরে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে দুইদিন ব্যাপী এই শুভ অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।
এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, গোমতী জেলার জিলা সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা সহ প্রমূখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার চক্রবর্তী। মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।
এরপর সমস্ত অতিথিবৃন্দরা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় রমেশ চন্দ্র দত্ত এবং পরবর্তীকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রয়াত ধীরেন্দ্র চন্দ্র দত্তের প্রতিকৃতিতে মাল্য দান করে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার চক্রবর্তী।
মুখ্যমন্ত্রী তার আলোচনায় ভাষণ রাখতে গিয়ে বলেন, রমেশ স্কুল শুধু উদয়পুরে নয়, গোটা রাজ্যে এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তেও সমাদৃত। রমেশ স্কুলের ছাত্ররা ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এমনকি বিজ্ঞানী হিসেবেও কাজ করছেন। এটা শুধু উদয়পুরের গর্ব নয় সারা রাজ্যের গর্ব। তিনি বলেন, এই স্কুলের সুনামকে ধরে রাখার দায়িত্ব এই বিদ্যালয়ের বর্তমান ছাত্র-ছাত্রীদের।
এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রসারের জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যে সমস্ত প্রকল্প গুলি নিয়ে হাতে নিয়েছেন সেগুলি সম্পর্কেও তিনি বিস্তারিত আলোচনা করেন। মুখ্যমন্ত্রী বলেন , ১৯৫১ সালে প্রতিষ্ঠিত উদয়পুরের সুপ্রসিদ্ধ রমেশ ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গৌরবের সাথে ৭৫ বর্ষ উৎযাপন করছে। গুণগত শিক্ষার প্রসারে অগ্রনী ভূমিকা পালনকারী এই বিদ্যালয়ের বহু প্রাক্তন ছাত্র-ছাত্রী আজ দেশ বিদেশে সম্মানের সহিত কর্মরত রয়েছে। এদিকে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এই বিদ্যালয়ের উন্নতি কল্পে বর্তমান সরকার যে সমস্ত কর্মসূচি হাতে নিয়েছে তার একটা রূপরেখা তুলে ধরেন।
রমেশ প্রাক্তনীদের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় কে উদয়পুর রমেশ প্রাক্তনীর আজীবন সদস্যপদ প্রদান করা হয়।
তাদেরকে উত্তরীয় পরিয়ে এবং মানপত্র দিয়ে সম্বর্ধিত করা হয়।
এই অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এমনকি এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জয় গোবিন্দ দেবরায়ও উপস্থিত ছিলেন।
রমেশ স্কুলের ছাত্র-ছাত্রীরা রাজ্য ও দেশের নক্ষত্রের গ্যালাক্সি : মুখ্যমন্ত্রী
37