প্রতিনিধি, উদয়পুর :-উদয়পুর বিভাগের ব্যবসায়ী সংঘের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর দুইটায় লেইক সিটি শপিং কমপ্লেক্সে ব্যবসায়ী সংঘের অফিস ঘরে এক আর্থিক সাহায্য তুলে দেন ব্যবসায়ী সংঘের নেতৃবৃন্দরা । এদিন উদয়পুর ব্যবসায়ী সংঘের সম্পাদক দিলীপ ভৌমিক জানান ,গত ২০২৪ সালের ৫ ই ডিসেম্বর ফটিকরায় গোকুল নগর এলাকার বাসিন্দা রঞ্জন দাসের ১৩ বছর বয়সী নাবালিকা মেয়ে রূপশ্রী দাস নিজ ঘরে রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে পড়ে । এর ফলে ব্যাপক ক্ষতির শিকার হয় মেয়েটি। পরবর্তী সময়ে তাকে উন্নত চিকিৎসা করানোর জন্য আগরতলা জিবি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু আর্থিক অবস্থা খুবই খারাপ থাকার কারণে মেয়েটির সঠিক পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। পরে সামাজিক মাধ্যমে সাহায্যের আবেদন জানান রূপশ্রী দাসের অভিভাবকরা । তখন উদয়পুর ব্যবসায়ীর সংঘের সম্পাদকের চোখে পড়ে সাহায্যের আবেদনটি। পরে যোগাযোগ করা হয় রুপশ্রী পরিবারের সাথে । বৃহস্পতিবার আহত রূপশ্রী মা পূজা দেব দাস উদয়পুরে আসেন এবং তার হাতে আর্থিকভাবে ১৫ হাজার টাকা তুলে দেওয়া হয় উদয়পুর ব্যবসায়ী সংঘের উদ্যোগে। এই ধরনের সাহায্য এক প্রকারের পরিবারটিকে আর্থিকভাবে কিছুটা শক্তি জুগিয়েছে এবং মেয়েটির আরো উন্নত চিকিৎসা করতে পারবে বলে আশা প্রকাশ করেন ব্যবসায়ী সংঘের পক্ষ থেকে ।
37