সত্যভাষণ প্রতিনিধি, বিশালগড় , ২৯ ডিসেম্বর।। সৌরশক্তিকে কাজে লাগিয়ে কৃষকদের আর্থ সামাজিক উন্নয়নে জোর দিয়েছে সরকার। গ্রামে গ্রামে বসানো হচ্ছে সৌর চালিত জল প্রকল্প। সম্পূর্ণ সরকারি খরচে কৃষকদের জমিতে জল সেচের ব্যবস্থা হচ্ছে । পিএম কুসুম প্রকল্পের সঠিক বাস্তবায়ন হচ্ছে এই রাজ্যে। প্রকল্পগুলির সরজমিনে পরিদর্শন সহ সুবিধাভোগী কৃষকদের সঙ্গে মতবিনিময় করতে সিপাহীজলা জেলার চড়িলামে ছুটে যান কেন্দ্রীয় খাদ্য গণবন্টন ভোক্তা বিষয়ক ও পুনর্নবীকরণ শক্তি বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি। গত দুইদিন ধরে তিনি রাজ্যে রয়েছেন। রবিবার সকালে চড়িলাম ব্লকের কৃষি জমিতে পিএম কুসুম প্রকল্পে সোলার প্যানেল গুলো পরিদর্শন করেন। চড়িলাম ব্লকের পিএম কুসুম প্রকল্পে বিশ্রামগঞ্জ বাজার সংলগ্ন আমতলী ভিলেজের বরকো বাড়ি গ্রামের সমরেশ দেববর্মা ফুলের বাগান পরিদর্শন করেন। সৌর চালিত জল প্রকল্পে এ এলাকায় অনেক কৃষক উপকৃত হয়েছে। প্রকল্প গুলো বাস্তবায়ন করেছে ট্রেডা। সেখানকার বিদ্যাসাগর দেববর্মা,কবিতা দেববর্মা,সমরেশ দেববর্মা ফলবাগান পরিদর্শন করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশি। তাছাড়া এই দিনে উপস্থিত ছিলেন সিপাহীজলার জেলার অতিরিক্ত জেলাশাসক রিঙ্কু লাথর সহ কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিক গণ। সরকারের সহায়তায় আত্মনির্ভর হয়ে উঠছেন কৃষকরা। তা দেখে অত্যন্তই খুশি কেন্দ্রীয় মন্ত্রী।কৃষক,থেকে শুরু করে বিভিন্ন বেনিফিসারিদের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন পুনর্নবীকরণ শক্তি কৃষকদের আত্মনির্ভর করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌরশক্তিকে কাজে লাগিয়ে কৃষকদের আর্থিক উন্নয়নের বন্দোবস্ত করেছেন। ত্রিপুরা সরকার প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে তিনি জানান।
87
next post