প্রতিনিধি, গন্ডাছড়া ২৬ ডিসেম্বর:- রাইমাভ্যালী মন্ডলের উদ্যোগে বৃহস্পতিবার শহীদ চাঁন মোহন ত্রিপুরার সপ্তম বলিদান দিবস পালন করা হয়। এদিন গন্ডাছড়ার প্রত্যন্ত দলপতি পাড়া’স্থিত উনার সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন রাইমাভ্যালী মন্ডল সভাপতি ধন্য মানিক ত্রিপুরা, এমডিসি ভূমিকানন্দ রিয়াং, কৃষাণ মোর্চা রাজ্য কমিটির সদস্য গোপাল সরকার, বিজেপি ধলাই জেলা কমিটির সহ-সভাপতি বিকাশ চাকমা, প্রাক্তন মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা, জনজাতি মোর্চা ধলাই জেলা সম্পাদক প্রতি’মোহন ত্রিপুরা সহ মন্ডলের অন্যান্য নেতৃত্বরা। সেখানে দলীয় কর্মী সমর্থকরা শহীদ চান মোহন ত্রিপুরা অমর রহে, আমরা তোমায় ভুলছি না ভুলবো না, চাঁন মোহন ত্রিপুরা অমর রহে অমর রহে বলে স্লোগান দিতে থাকে। উল্লেখ্য গত ২০১৭ সালে আজকের দিনে সন্ত্রাসবাদীদের হাতে নৃশংসভাবে খুন হন বিজেপি নেতা চানমোহন ত্রিপুরা। এরপর থেকে প্রত্যেক বছর ২৬ ডিসেম্বর শহীদান দিবস হিসেবে দিনটি পালন করা হয়।
রাইমাভ্যালীতে শহীদ চাঁন মোহন ত্রিপুরার বলিদান দিবস উদযাপন
111