চুরাইবাড়ি প্রতিনিধি ২৪ ডিসেম্বর :- শিক্ষিকা বদলির প্রতিবাদে ছাত্রছাত্রীদের স্কুল বয়কট ও পরে সড়ক অবরোধ। স্কুল পড়ুয়াদের এই নাছোড়বান্দা স্বীদ্ধান্তে দিশেহারা অন্যান্য শিক্ষকরা। দুদিন ধরে স্কুল বয়কট ও প্রতিবাদের পরও শিক্ষা দফতরের উচ্চ আধিকারিকদের দেখা নেই বিদ্যালয় চত্বরে। স্কুল বয়কট ও সড়ক অবরোধের ঘটনাটি সংঘটিত হয় কদমতলা ব্লকাধীন বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের আন্দোলনরত ছাত্রছাত্রীরা জানায়, গত কিছুদিন পূর্বে বিদ্যালয়ের একমাত্র আর্টসের শিক্ষিকা অর্পিতা নাথকে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে। আর এতেই ছাত্র-ছাত্রীরা প্রথমে স্কুল বয়কট ও পরে বিষ্ণুপুর-ধর্মনগর সড়ক অবরোধ করে। সোমবার ছাত্র-ছাত্রীরা স্কুলের মূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। এরপর মঙ্গলবার সকাল এগারোটা থেকে সড়ক অবরোধে বসে তারা।কিন্তু দুদিন ধরে এই ছাত্র আন্দোলন চললেও বিদ্যালয় কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই। সংবাদ লিখা পর্যন্ত শিক্ষা দপ্তরের কোনো উচ্চ অধিকারিক ঘটনাস্থলে আসেনি।
এদিকে শিক্ষা দপ্তর কর্তৃপক্ষ অর্পিতা নাথকে অন্যত্র বদলি করেও তড়িঘড়ি বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ে রূপালী বেগম নামের অপর এক শিক্ষিকাকে নিয়োগ করেছে। কিন্তু এতে ছাত্রছাত্রীরা মানতে নারাজ। তাদের দাবি অর্পিতা শিক্ষিকাই তাদের চাই। বিদ্যালয়ের ইনচার্জ অমলকান্তি মালাকার জানান, বিদ্যালয়ের দুপুরের সেকশনে মোট একশো আটাত্তর জন ছাত্র-ছাত্রী রয়েছে এবং সাতজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। এদিকে এখন দেখার বিষয় ছাত্র-ছাত্রীদের এই শিক্ষিকা বদলির প্রতিবাদে আন্দোলন কতটুকু বাস্তব রূপ পায়।
শিক্ষিকা বদলির প্রতিবাদে স্কুল বয়কট ও সড়ক অবরোধ ছাত্র-ছাত্রীদের, ঘটনাস্থলে দেখা নেই শিক্ষা দফতরের আধিকারিকদের।
98