উদয়পুর প্রতিনিধি : সাত সকালে আবারো যান দুর্ঘটনার শিকার এক বাইক আরোহী । ঘটনার বিবরণে জানা যায় , মঙ্গলবার সকাল আনুমানিক ১০: ৩০ টায় উদয়পুর রাজধরনগর সড়কে পন্য বোঝায় অটো গাড়ি ও বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এর ফলে TR 08 F 5061 নাম্বারের বাইকে থাকা চালক মুহূর্তের মধ্যে ছিটকে পড়ে রাস্তায় । কিন্তু দুর্ঘটনার সাথে সাথে পণ্য বোঝায় গাড়ি চালক ঘটনাস্থল থেকে চম্পট দেয় । পরবর্তী সময়ে পথ চলতি সাধারণ মানুষ দুর্ঘটনা দেখতে পেয়ে তৎক্ষণাৎ খবর দেয় উদয়পুর দমকল বিভাগে । দমকল কর্মীরা দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে টেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করানোর জন্য । বর্তমানে আহত বাইক চালক ইমাম হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা যায়। প্রতিদিন যেভাবে উদয়পুরে বাড়ছে বাইক ও গাড়ি দুর্ঘটনা তাতে করে রাস্তায় চলাচল করি নিত্য পথযাত্রী থেকে শুরু করে অন্যান্য দূরপাল্লার যাত্রীদের মধ্যে এর ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে ।
51
previous post