উদয়পুর প্রতিনিধি : কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে গোমতী জেলার গর্জিতে ‘কৃষক জ্ঞানার্জন কেন্দ্র’-এর নবনির্মিত ভবনের শুভ দ্বারোদঘাটন করেন রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল নাথ। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন , বিধায়ক অভিষেক দেবরায় , জীতেন্দ্র মজুমদার ও পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, কৃষি আধিকারিক অজয় দেববর্মা সহ প্রমূখ । এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতন লাল নাথ বলেন, ৭৪ লক্ষ টাকা ব্যয় তৈরি হয়েছে এই নতুন দালান বাড়িটি। মন্ত্রী বলেন , কৃষকরা হচ্ছেন আমাদের অন্নদাতা। তাদের উন্নয়ন ছাড়া কৃষিপ্রধান ভারতবর্ষের বিকাশ কোনো ভাবেই সম্ভব নয়। এই আদর্শকে মাথায় রেখে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে গোমতী জেলার গর্জিতে ‘কৃষক জ্ঞানার্জন কেন্দ্র’-এর নবনির্মিত ভবন করা হয় ।
পাশাপাশি কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয় কৃষি মন্ত্রীর হাত ধরে । আগামী দিনে কৃষকদের জন্য কৃষক জ্ঞানার্জন কেন্দ্রটি অনেকটাই লাভবান হবে বলে তিনি আশাবাদী । এই দিনের অনুষ্ঠানে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় গর্জি এলাকার কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে।
গর্জিতে ‘কৃষক জ্ঞানার্জন কেন্দ্র’-এর নবনির্মিত ভবনের শুভ দ্বারোদঘাটন করেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ
33