উদয়পুর প্রতিনিধি : রবিবার সকাল ১১:৩০ টায় উদয়পুর রমেশ ইংরেজি বিদ্যালয়ের ময়দানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে উদয়পুরে সাতটি প্রকল্পের শুভ সূচনা করেন ফলক উন্মোচন ও বোতাম টিপে । এদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় , ক্রীড়া মন্ত্রী টিংকু রায় , বিধায়ক অভিষেক দেবরায়, রামপদ জমাতিয়া,জীতেন্দ্র মজুমদার ও জিলা সভাধিপতি দেবল দেবরায়, পৌর চেয়ারম্যান থেকে শুরু করে গোমতীর জেলাশাসক ও জেলা পুলিশ সুপার সহ প্রমূখ । উদ্বোধনী মঞ্চে স্বাগত ভাষণ রাখেন গোমতী জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা। জেলাশাসক বলেন , গোমতী জেলার উদয়পুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল উদয়পুরে যেন উন্নত মানের সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা জন্য ভালো মানের দালান বাড়ি নির্মাণ করা হয়, যা ইতিমধ্যেই মধ্যেই শুভ সূচনা হয়েছে । গোমতী জেলা শাসকের অফিসে নতুন দালান বাড়ি , নতুন টাউন হল , নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের নতুন ভবন , রমেশ স্কুলে নতুন অডিটোরিয়াম এবং সিন্থেটিক ময়দান , রাজার বাগ মোটর স্ট্যান্ড , মহারানী গামারিয়া স্কুলের নতুন বিল্ডিং । সবমিলিয়ে সাতটি প্রকল্পের শুভ সূচনা মুখ্যমন্ত্রী হাত ধরা হয়েছে। উদয়পুর কে আরো সুন্দরভাবে সাজিয়ে তোলা হবে আগামী দিন। পরে অর্থমন্ত্রী ও ক্রীড়া মন্ত্রী ভাষণ রাখতে গিয়ে বলেন , আগামী দিনে এই উদয়পুর শহরে যেভাবে উন্নয়ন হবে তাতে করে গোমতী জেলা আরও সামনের দিকে এগিয়ে যাবে । যা বর্তমানে মুখ্যমন্ত্রী হাত ধরেই এই জেলাকে উন্নয়নের শিকড়ে নিয়ে যাওয়া হচ্ছে । পরে মুখ্যমন্ত্রী ভাষণ রাখতে গিয়ে বলেন , ত্রিপুরার অর্থ বাজেটের ২৭ হাজার কোটি টাকা থেকে সাত হাজার কোটি টাকা রাখা হয়েছে উন্নয়নের জন্য। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিটা সময় বার্তা দিয়েছেন এই রাজ্যকে কিভাবে উন্নয়ন করা যায় । মুখ্যমন্ত্রী বলেন , গত ৩৫ বছরে জিন্দাবাদ স্লোগানে এই রাজ্য পিছিয়েছে অনেকটা । তার সাথে অন্যায় স্তব্ধ হয়েছে গোটা রাজ্যজুরে । ত্রিপুরায় ডাবল ইঞ্জিনের সরকার থাকার কারণে বর্তমানে চলছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এক হীরাযোগ । তাই দ্রুত গতিতে চলছে উন্নয়নের কাজ। মুখ্যমন্ত্রী বলেন যে সকল খেলোয়াড়রা উদয়পুরে মন খারাপ করেছে রমেশ ময়দানকে সিন্থেটিক ময়দান করার ফলে তাদের ক্রিকেট খেলায় অসুবিধা হবে এর ফলে তাদের মন খারাপ এমনটা খবর মুখ্যমন্ত্রী কাছে এসে পৌঁছেছে। তিনি এই মঞ্চ থেকে ঘোষণা দেন ক্রিকেটারদের যাতে কোন ধরনের সমস্যা না হয় তার জন্য নতুন একটি ময়দান খোঁজা হবে আগামী দিনে সেই মাঠে যেন ক্রিকেট খেলাধুলা করতে পারে খেলোয়াড়রা । মুখ্যমন্ত্রী আরও বলেন , উদয়পুর শহরকে আগামী দিনে স্যাটেলাইট শহরে যুক্ত করা হবে। এছাড়া যুক্ত হবে আগরতলা সহ ধর্মনগর শহর। মোট তিনটি শহরকে স্যাটেলাইট শহর হিসেবে চিহ্নিত করা হবে । মুখ্যমন্ত্রী বলেন , প্রতিটি জেলায় বিধায়কদেরকে সাথে নিয়ে তৈরী হবে বিধানসভা ভিত্তিক একটি পর্যবেক্ষক দল। তার কারণ প্রতিটি জেলার বিধানসভা গুলিতে কাজের উন্নয়নের গতি সেখানে খতিয়ে দেখা হবে এবং বিধানসভা বাজেটের আগে যে সকল কাজ গুলি অসমাপ্ত রয়ে গিয়েছে সে সকল কাজগুলো যাতে বাজেটের মধ্যে নিয়ে আসা হয় তার ওপর নজর রাখবে সে পর্যবেক্ষক দলটি। ইতি মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এদিন মুখ্যমন্ত্রী নাম না উল্লেখ করে বাম এবং কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়েছেন । মুখ্যমন্ত্রী বলেন আগে থেকে অশান্তির পরিবেশ সৃষ্টি করার জন্য ছক কষা হয়ে থাকে । পরে ত্রিপুরার নাম বদনাম করার জন্য এই রাজ্যের শান্তি নেই বলে শ্লোগান উঠতে শুরু করে । সমস্ত কিছু বিষয়ের উপরে নজর রাখা হচ্ছে বলে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রী বলেন , রবিবার উদয়পুরে যে সাতটি প্রকল্পর শুভ সূচনা করা হয়েছে আগামী দিনে এই জেলাকে আরো উন্নত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এদিনের গোটা অনুষ্ঠানে উদয়পুর শহর লাগুয়া বিভিন্ন বিদ্যালয় , কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বড় মাথাই সাধারণ মানুষের উপস্থিতি ছিল সারা জাগানো।
মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে উদয়পুরে সাতটি প্রকল্পের শুভ সূচনা করেন ফলক উন্মোচন ও বোতাম টিপে
28