Home » মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ১০০ দিনে যক্ষা মুক্ত ভারত গড়ার শপথ

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ১০০ দিনে যক্ষা মুক্ত ভারত গড়ার শপথ

by admin

প্রতিনিধি, বিশালগড়, ৯ ডিসেম্বর।। সংক্রামক ব্যাধি যক্ষামুক্ত ভারত গড়ার ক্যাম্পেইন শুরু হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০০ দিন। রাজ্যের যক্ষামুক্ত ক্যাম্পেইন এর শুভ সূচনা হয় বিশালগড়ে। সোমবার বিশালগড় নিউ টাউন হলে মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহার উপস্থিতিতে ১০০ দিনের মধ্যে যক্ষা মুক্ত ভারত গড়ার শপথ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক সুশান্ত দেব, বিধায়ক তোফাজ্জল হোসেন, বিশালগড় পৌর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে, জাতীয় স্বাস্থ্য মিশন অধিকর্তা ডাক্তার সমিত রায় চৌধুরী, জেলাশাসক সিদ্ধার্ত শিব জয়সওয়াল, রাজ্যের যক্ষা আধিকারিক নুপুর দেববর্মা, সিপাহীজলা জেলা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার দেবাশীষ দাস প্রমূখ। ভাষণে মুখ্যমন্ত্রী বলেন যক্ষা সংক্রামক ব্যাধি। তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। সঠিক সময়ে যক্ষার লক্ষণ চিহ্নিতকরণ, সনাক্তকরণ এবং দ্রুত চিকিৎসায় যক্ষা রোগী সহজেই সুস্থ হয়ে উঠতে পারে। সরকার বিনামূল্যে যক্ষার প্রতিরোধমূলক চিকিৎসা প্রদান করছে। এছাড়া পিএম নিক্ষয় যোজনায় মাসে ১০০০ টাকা প্রদান করা হচ্ছে। এই সংক্রামক বেধি থেকে মুক্ত থাকতে দরকার জনসচেতনতা। এক্ষেত্রে গুরু দায়িত্ব পালন করতে হবে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে জনপ্রতিনিধি সকলকে। এছাড়া মুখ্যমন্ত্রী এদিন বাল্যবিবাহ, বয়সন্ধিকালীন গর্ভধারণ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তাছাড়া জেলার প্রতিটি স্কুল, পঞ্চায়েতে যক্ষা মুক্ত ভারত গড়ার শপথ গ্রহণের জন্য আহ্বান জানান। তিনি আরো বলেন ডোনার মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় এই জেলায় ডি এডিকশন সেন্টার নির্মাণ হবে। এদিন ৬২টি গ্রাম পঞ্চায়েত, পাঁচটি উপস্বাস্থ্য কেন্দ্রকে যক্ষা নিমলীকরণের জন্য পুরস্কৃত করা হয়। যক্ষা নির্মূলে গুরু দায়িত্ব পালনের জন্য তিনজন আশা কর্মীকে পুরস্কৃত করা হয়। এছাড়া স্থানীয় বিধায়ক সুশান্ত দেব সহ কয়েকজনকে নিক্ষয় মিত্র হিসেবে সম্মাননা জ্ঞাপন করা হয়।

You may also like

Leave a Comment