Home » নবনিযুক্ত বুথ সভাপতিদের সংবর্ধনা জ্ঞাপন পাবিয়াছড়ায়

নবনিযুক্ত বুথ সভাপতিদের সংবর্ধনা জ্ঞাপন পাবিয়াছড়ায়

by admin

প্রতিনিধি কৈলাসহর:-ত্রিপুরা প্রদেশের অন্তর্গত প্রতিটি মন্ডলে শুরু হয়েছে বুথ ভিত্তিক নির্বাচন। অধিকাংশ জায়গায় বুথ সভাপতির নাম ঘোষণা হওয়ার পরেই দলীয় কার্যকর্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে। প্রতিটি মন্ডলে শুরু হয়েছে নবনিযুক্ত বুথ সভাপতিদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান কিংবা মিছিল ও সভা। ঊনকোটি জেলার পাবিয়াছড়া মন্ডলের সকল নবনির্বাচিত বুথ সভাপতিদের নিয়ে আজ কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়াম হলঘরে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পাবিয়াছড়া মন্ডলের অন্তর্গত প্রতিটি বুথের নবনির্বাচিত সকল বুথ সভাপতিদের গৈরিক অভিনন্দন জানান প্রদেশ সাধারন সম্পাদক তথা পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান দাস।যাদের সুযোগ্য নেতৃত্বে বুথ স্তরে ভারতীয় জনতা পার্টির সংগঠন আরও বেশি মজবুত ও শক্তিশালী হবে।আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ সম্পাদক তাপস মজুমদার,জেলা সভাপতি পবিত্র দেবনাথ, মন্ডল সভাপতি কার্তিক দাস, রাজ্য কমিটির সদস্য বিমল কর ও মন্ডল সাধারণ সম্পাদক অনিমেষ সিনহা। এই দলীয় কর্মসূচিতে গীতাঞ্জলি অডিটরিয়ামে কার্যকর্তাদের সক্রিয় উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল প্রেক্ষাগৃহ।উক্ত সভায় দলীয় কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সংগঠনকে আরো সুসংহত করার পাশাপাশি সরকারি প্রকল্প গুলোকে মানুষের সামনে তুলে ধরা এবং তার প্রচার ও প্রসার সম্পর্কে দলীয় কার্যকর্তাদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়।

You may also like

Leave a Comment