প্রতিনিধি, উদয়পুর :- ৪২ তম বাসরিক পুজা উপলক্ষে এক বস্ত্রদান শিবির
অনুষ্ঠিত হয় ভুবনেশ্বরী মন্দির কমিটির উদ্যোগে । শুক্রবার বিকেলে বাৎসরিক পুজা উপলক্ষে একটি বস্ত্র দান কর্মসূচী অনুষ্ঠিত হয় ।এই উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় মন্দির কমিটির উদ্যোগে । উদয়পুর শান্তিপল্লী এলাকায় মন্দির কমিটির উদ্যোগে জানানো হয় সংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আগামী ৭ তারিখ ভুবনেশ্বরী মায়ের সপ্তামী পূজা অনুষ্ঠিত হবে । ৯ ডিসেম্বর নবমী পূজার দিন মহাপ্রসাদ বিতরণ করা হবে । সকল ভক্ত প্রাণ মানুষকে ৯ ডিসেম্বর দুপুরে মহাপ্রসাদ নেওয়ার জন্য আহ্বান জানানো হয় । মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয় এলাকাবাসীদের সহযোগিতায় এ পূজা অনুষ্ঠিত হয়ে থাকে প্রতিবছর। এইবছর পূজায় আমন্ত্রিত রয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায় সহ আরো অনেকে । এখন থেকে এই পূজাকে কেন্দ্র করে সাজো সাজো রব গোটা মন্দির চত্বর জুড়ে ।
ভুবনেশ্বরী মন্দির কমিটির উদ্যোগে বস্ত্র দান
36
previous post