ধর্মনগর রিপোর্ট।। প্রতিবছর ৩ ডিসেম্বরকে বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়।১৯৯২ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে জাতিসংঘের তত্ত্বাবধানে। শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগীতা প্রদর্শন ও তাদের কর্মকান্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই এই দিবসটির সূচনা। প্রতিবছরের মত এবছরও বিশ্ব প্রতিবন্ধী দিবসকে কেন্দ্র করে ধর্মনগর সহ গোটা উত্তর জেলায় একাধিক কার্যক্রম হাতে নেয় সক্ষম। ধর্মনগরের জয়হিন্দ ক্লাব প্রাঙ্গণে সক্ষম ত্রিপুরা প্রান্তের উদ্যোগে এবং রোটারি ক্লাব ধর্মনগরের সহযোগিতায় দিব্যাংদের দিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে প্রতিবন্ধীদের মধ্যে ৪ জনকে হুইল চেয়ার, ১ জনকে ট্রাই সাইকেল, ২ জনকে শ্রবণযন্ত্র, ১০ জনকে স্মার্ট বেত(অন্ধ লাঠি) প্রদান করা হয়। এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এছাড়াও উপস্থিত ছিলেন সক্ষম ত্রিপুরা,দক্ষিণ আসাম ও মিজোরাম প্রান্তের যুগ্ম সম্পাদক রাজীব বিশ্বাস, উপস্থিত ছিলেন রোটারি ক্লাব ধর্মনগরের পক্ষ থেকে সুবীর সোম, বরুন দাস সহ সক্ষম, রোটারি ক্লাব ধর্মনগর, জয়হীন্দ ক্লাবের সকল সদস্যরা ও অন্যান্য জনপ্রতিনিধিরা। উক্ত অনুষ্ঠানে অধ্যক্ষের হাত দিয়ে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার,ট্রাইসাইকেল সহ অন্যান্য জিনিস প্রদান করা হয়।পাশাপাশি অধ্যক্ষ জানান এমন মহতি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। সক্ষমের এই ধরনের উদ্যোগকে তিনি সাধুবাদ জানান এবং আগামীদিনে এধরণের অনুষ্ঠানে তাদের পাশে থেকে সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন।দেশের নতুন শিক্ষা নীতির আধারে কীভাবে দিব্যাংদের বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া যায়। দিব্যাংদের আরো এগিয়ে নেওয়া যায়,সাবলম্বী,আত্মনির্ভর করে তোলা যায় এই সকল বিষয়ে কাজ করে চলেছে সক্ষম। সক্ষম এমন একটি সংস্থা যা সমগ্র ভারতে দিব্যাংদের উন্নতির জন্য নিবেদিতভাবে কাজ করে চলেছে। সেইসাথে উত্তর জেলার ধর্মনগরেও তাদের কার্যক্রম নিয়মিতভাবে দিব্যাংদের উন্নতির জন্য অনুপ্রাণিত করছে।
বিশ্ব প্রতিবন্ধী দিবসকে কেন্দ্র করে সক্ষম ত্রিপুরা প্রান্তের একাধিক কার্যক্রমে উপস্থিত অধ্যক্ষ।।
19