Home » গন্ডাছড়ায় শিশু দিবস উদযাপন

গন্ডাছড়ায় শিশু দিবস উদযাপন

by admin

 প্রতিনিধি,গন্ডাছড়া ১৪ নভেম্বর:- ১৪ ই নভেম্বর প্রত্যেক বছরের ন্যায় এ বছরও ডুম্বুর বার্তা ম্যাগাজিনের উদ্যোগে ডুম্বুরনগর আইসিডিএস প্রজেক্ট এবং এলাকাবাসীর সহায়তায় গন্ডাছড়ায় শিশু মেলা অনুষ্ঠিত হয়। এবছর শিশু মেলার আয়োজন করা হয় জয় কিশোর পাড়া’স্থিত বুলংবাসা অঙ্গনওয়ারী কেন্দ্রে। সেখানে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে মেলার শুভ সূচনা করেন এলাকার সমাজসেবী অজন্তী বিশ্বাস। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত অঙ্গনওয়ারী কেন্দ্রের ওয়ার্কার, হেলপার, ডুম্বুর বার্তা ম্যাগাজিনের কর্ণধার সহ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গগণ। এই দিন শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা থেকে শুরু করে নিত্য, আবৃত্তি সহ বিভিন্ন ইভেন্টে খেলাধুলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কৃত করা হয়। তাছাড়াও দিদিমনির হাতে একটি মাটির পুতুল সহ শিক্ষনীয় বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। এ দিনের শিশু মেলা’কে ঘিরে এলাকার কচিকাঁচা শিশু এবং অভিভাবকদের মধ্যে দারুন উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। উদ্যোক্তারা জানান আগামী দিনেও তাদের এই কর্মসূচি জারি থাকবে। এছাড়াও এদিন গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে শিশু দিবস উদযাপন করা হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আবৃত্তি, নিত্য ও সংগীত পরিবেশনায় ছিল জমজমাট অনুষ্ঠান। বিদ্যালয়ের বি আর সি হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল খজেন্দ্র ত্রিপুরা, প্রাতঃ বিভাগের প্রধান শিক্ষক সমুল্য চন্দ্র বিশ্বাস, এন এস এস প্রোগ্রাম অফিসার ভাস্কর ঘোষ সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাগন। সেখানে শিশু দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল এবং প্রাতঃ বিভাগের প্রধান শিক্ষক। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

You may also like

Leave a Comment