Home » বাইখোড়া ও এন জি সিতে কর্মরত শ্রমিকরা আন্দোলনে সামিলহয়ে কর্মবিরতির ডাকদিলেন।

বাইখোড়া ও এন জি সিতে কর্মরত শ্রমিকরা আন্দোলনে সামিলহয়ে কর্মবিরতির ডাকদিলেন।

by admin
  • প্রতিনিধি শান্তির বাজার: ঘটনার বিবরন জানাযায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া এলাকায় ও এন জি সির বোম ফাঁটানোর কাজ চলছে। এই কাজে প্রায় ৫০০ থেকে ৬০০ এর অধিক শ্রমিকরা কাজে নিযুক্ত রয়েছে। শ্রমিকদের অভিযোগ কাজে যোগদানকরার পূর্ব এগ্রিমেন্ট করাহয়েছে শ্রমিকদের ৫৮০ টাকা মজুরি ও সপ্তাহে একদিন ছুটি দেওয়াহবে। কিন্তু দেখাযায় দীর্ঘ দিন কাজকরার পর শ্রমিকদের দৈনিক ৪০০ টাকা মজুরি দেওয়াহচ্ছে এবং সপ্তাহে একদিন ছুটি দেওয়ার কথা থাকলেও তাদেওয়াহচ্ছেনা। এইনিয়ে শ্রমিকরা মঙ্গলবার সকলে আন্দোলনে সামিল হয়ে কর্মবিরতির ডাকদেয়। সকলের দাবি শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা করেদিতেহবে। তানহলে সকলে অনিদিষ্ট কালের জন্য কর্মবিরতিতে সামিলহবে। তথাকথিক বর্তমানসময়ে শ্রমিক দরদী ভারতীয় মজদুর সংঘ শ্রমিকদের দাবিনিয়ে নিরব দর্শকের ভূমিকা পালন করছে। জানাযায় এই অর্থথেকে মোটা অঙ্কের অর্থ শান্তির বাজার শ্রমিক সংগঠনের দুইজন নেতৃত্বের পকেটে যাচ্ছে । উনারা এই কাজের সঙ্গে জরিত বলে জানাযায়। ভারতীয় মজদুর সংঘ সর্বদা শ্রমিকদের স্বার্থে কাজকরতে দেখাগেলেও কয়েকজন নেতৃত্ব অর্থের লোভে নিজেদের বিক্রিকরেদিয়েছে বলে অভিযোগ এবং উনারাই শ্রমিকদের উপার্জিত অর্থের লাভের অংশ নিজেদের পকেটেভরছে। আজকের এই আন্দোলনের খবরপেয়ে ঘটনাস্থলে ছুটেযায় বাইখোড়া থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে উপস্থিতহয়ে আন্দোলন প্রত্যাহারের দাবি জানালেও শ্রমিকরা উনাদের ন্যায্যপাওনার দাবিতে আন্দোলন জারী রাখেন। এখন দেখার বিষয় শ্রমিকদের ন্যায্য পাওনা মিটিয়ে দিতে প্রসাশন ও রাজ্যস্তরের ভারতীয় মজদুর সংঘের নেতৃত্বরা কোনোপ্রকারের পদক্ষেপগ্রহন করেনকিনা।

You may also like

Leave a Comment