প্রতিনিধি , উদয়পুর : রাজ্য সরকার গ্রামীণ এলাকার উন্নয়ন করার জন্য কাজ করে চলেছে নিরলসভাবে । প্রতিটি ব্লক এলাকায় মৎস্যজীবীদের জন্য বহু প্রকল্প চালু করেছে রাজ্য সরকার । পঞ্চায়েতস্তরে দেওয়া হচ্ছে বিভিন্ন সুযোগ-সুবিধা । এবার গোমতী জেলার মাতাবাড়ি এলাকায় মৎস্য দপ্তরের উদ্যোগে মাতাবাড়ি আর ডি ব্লকে ব্লক এলাকার বেনি ফিসারিদের মধ্যে দপ্তরের অ্যাকশন প্ল্যান প্রকল্পের আওতায় ৩৬ জন বেনি ফিসারিকে দেওয়া হয় কুনি জাল এবং ১৭ জন বেনি ফিসারিকে দেওয়া হয় বরফের বক্স । এছাড়াও প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা প্রকল্পের আওতায় ৯ জনকে বরফের বক্স সহ তিন চাকার অটোরিক্সা প্রদান করা হয় । এই অনুষ্ঠানে অংশ নেন বিধায়ক অভিষেক দেবরায় , জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, সহ- সভাধিপতি সুজন কুমার সেন ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস এবং ব্লকের বিডিও ও মৎস্য দপ্তরের আধিকারিক সহ প্রমূখ। মাতারবাড়ি ব্লক প্রাঙ্গণে এই গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ দেখা যায় বেনি ফিসারিদের মধ্যে ।
মৎস্য দপ্তরের উদ্যোগে বেনি ফিসারিদের মধ্যে বিতরণ হয় কুনিজাল
35