59
- প্রতিনিধি, বিশালগড় ।। দুই যাত্রী বোঝাই অটোর মুখোমুখি সংঘর্ষে মারাত্মকভাবে আহত হয়েছে শিশু সহ ১১ জন। এরমধ্যে দুজনের অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন চিকিৎসক। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে আগরতলা সাব্রুম জাতীয় সড়কের বিশালগড়ের গোকুলনগর এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান দুটি অটো গাড়ি দুরন্ত গতিতে ছুটছিল জাতীয় সড়কে। গাড়িতে অতিরিক্ত যাত্রী ছিল বলেও জানা গিয়েছে। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুমড়ে মুচড়ে যায় গাড়ি দুটি। আহতদের আর্তচিৎকার শুনে স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ এবং দমকল বাহিনী । আহত শিশু মহিলা সহ সকলকে বিশালগড় মহকুমা হাসপাতালে নেওয়া হয়। দুজনের অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাদের জিবি হাসপাতালের রেফার করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে বিশালগড় মহকুমা হাসপাতালে। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে বাজেয়াপ্ত করেছে বিশালগড় থানার পুলিশ।