61
- প্রতিনিধি, উদয়পুর : মহা চতুর্থীর সন্ধ্যার রাতে উদ্বোধন হয়ে গেল উদয়পুর ফ্লাওয়ার্স ক্লাবের এই বছরের দুর্গা পুজো । উদয়পুর সেন্ট্রাল রোড থেকে পায়ে হেঁটে অর্থমন্ত্রী বাজার পূজো উদ্বোধন করতে আসেন মন্ত্রী যা এক ব্যতিক্রমী চিত্র দেখল উদয়পুরবাসী । এদিন ফিতা কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন করে তার শুভ উদ্বোধন করেন ত্রিপুরার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এদিন উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে ছিলেন , বিধায়ক অভিষেক দেবরায় , পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার,ক্লাব সভাপতি প্রাণ গোবিন্দ দাস , সম্পাদক কমল জিত সাহা , এলাকার অভিভাবক জয়পাল কান্তি সাহা সহ প্রমুখ । ঐদিন উদ্বোধনী মঞ্চে অর্থমন্ত্রী ভাষণ রাখতে গিয়ে বলেন , এই বছর ভয়াবহ বন্যা সাক্ষী হয়েছে উদয়পুর । এর ফলে আর্থিকভাবে ভেঙে পড়েছে সাধারণ মানুষ । তারপরেও দৌড় গোড়ায় এসে হাজির দুর্গাপূজা । মন্ত্রী বলেন , সমস্ত দুঃখ-দুর্দশাকে পেছনে ফেলে আগামী দিনে এই চার দিন যেন উৎসবের মেজাজে সকলে আনন্দ করতে পারে তার আবেদন রাখেন তিনি । এছাড়া তিনি বলেন , বন্যা কবলিত এলাকা গুলিতে বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থা ও সংবাদ মাধ্যম নানাভাবে সাহায্য করেছে এবং এখনো করে যাচ্ছে। আজকে এই উদ্বোধনী মঞ্চে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে যেভাবে পড়াশুনা সামগ্রী তুলে দেওয়া হলো ফ্লাওয়ার্স ক্লাবের উদ্যোগে তা খুবই প্রশংসার যোগ্য । উদ্বোধনী অনুষ্ঠান শেষে অর্থমন্ত্রীসহ সমস্ত অতিথিরা ঘুরে দেখেন গোটা মন্ডপ । দর্শন করেন মা দুর্গাকে সেই সাথে এই বছরের ফ্লাওয়ার্স ক্লাবের উদ্যোগে যে লাইট এবং সাউন্ড শো করা হয়েছে । তা দেখে খুবই আনন্দিত হয়েছে সকল অতিথিরা। একদিকে বলা চলে ফ্লাওয়ার্স ক্লাবের এক সময় বড় গুরু দায়িত্ব পালন করেছেন রাজ্যের অর্থমন্ত্রী যা তার নিজের পাড়ার ক্লাব। আজকের দিনে দাঁড়িয়ে মন্ত্রী হিসেবে ক্লাবের মন্ডপের ফিতা কেটে যেভাবে উদ্বোধন করা হয়েছে তা খুবই আনন্দমুখর হয়ে ওঠে গোটা দুর্গাপূজা দেখতে আসা বাজার ব্যবসায়ী থেকে শুরু করে অন্যান্য দর্শনার্থীরা ।