প্রতিনিধি কৈলাসহর:-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ১৭ই সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর অব্দি সারা ভারতবর্ষে স্বচ্ছতা হি সেবা কর্মসূচি রূপায়িত হবে গোটা দেশ জুড়ে।সরকারি নির্দেশানুযায়ী ত্রিপুরা রাজ্যের প্রতিটি জেলায় এই কর্মসূচি জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে পালিত হচ্ছে।স্বচ্ছতা হি সেবা অভিযানের অধীনে পরিচ্ছন্নতার দিক নির্দেশনায় চন্ডিপুর বিধানসভার অন্তর্গত শ্রীরামপুর বাজার এলাকায় আজ প্রায় ঘন্টাখানেক উক্ত এলাকার স্থানীয় জনসাধারণ সহ সমস্ত অংশের মানুষ পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।মূলত চন্ডীপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজ শ্রীরামপুর বাজার এলাকায় এক সচেতনতা র্যালী ও স্বচ্ছতা অভিযান করা হয়। পরিবেশকে সুরক্ষিত রাখতে এবং কোনো ধরনের নোংরা আবর্জনার কারনে যাতে কোনো রোগ ছড়িয়ে না পড়ে সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আজকের এই স্বচ্ছতা অভিযান অনুষ্ঠিত হয়।ছাত্র যুব ও এলাকাবাসী সহ বিভিন্ন আধিকারিকদের নিয়ে এই স্বচ্ছতা অভিযানে যোগ দেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়।স্বচ্ছতা অভিযান শেষে গণ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী শ্রী রায় জানান “স্বভাব স্বচ্ছতা,সংস্কার স্বচ্ছতা” এই মূল মন্ত্রকে সামনে রেখে স্বচ্ছতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তুলতেই আজকের এই কর্মসূচী।আমাদের চারপাশের পরিবেশকে সুন্দর,পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখা আমাদের কর্তব্য। পরিবেশ সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই আমাদের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে।তাই আমাদের চারপাশকে স্বচ্ছ রাখতে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।স্বচ্ছতার কর্মসূচিতে উপস্থিত ছিলেন চন্ডিপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা পাল দাস, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার,সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ মালাকার সহ অন্যান্যরা।
77
previous post
কালী মন্দিরে দোকান ঘর তৈরিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ।
next post