প্রতিনিধি, তেলিয়ামুড়া। ২৮শে সেপ্টেম্বর। ঐতিহ্যবাহী কালীমন্দিরে অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে দিল গ্রাম উন্নয়ন দপ্তরের তেলিয়ামুড়া শাখা। তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে কালিটিলায় এলাকার ঐতিহ্যবাহী একটি কালী মন্দির রয়েছে। সব স্তরের মানুষেরই আস্তা এবং বিশ্বাস এই কালীমন্দির কে কেন্দ্র করে। স্থানীয় মানুষদের মতামতকে গুরুত্ব দিয়ে, এলাকার সুস্থ সংস্কৃতি বিকাশের লক্ষ্যে, কালী মন্দিরে একটি সাংস্কৃতিক সেড নির্মাণের জন্য এলাকার বিধায়িকা কল্যাণী সাহা রায় ৫ লক্ষ টাকা বরাদ্দ করে। স্থানীয় মানুষদের একটা অংশের অভিযোগ, নির্বাচিত কাউন্সিলর ইন্দ্রজিৎ দাস এবং মনোনীত কাউন্সিলর প্রদীপ ধরের পরিকল্পনায় সাংস্কৃতিক শেডের বদলে দোকান ঘর নির্মাণ শুরু করে দেয়। ইতিমধ্যেই দোকান ভিত্তিক কাজ অনেক দূর এগিয়েও গেছে। স্থানীয় মানুষদের মতামতকে অগ্রাহ্য করে দুই কাউন্সিলরের এহনো ভূমিকায় ক্ষোভ দেখা দে স্থানীয় পৌরবাসীদের মধ্যে। এদিকে এই বিতর্কিত বিষয়টির খবর পৌঁছে আরডি তেলিয়ামুড়া ডিভিশন অফিসে। দপ্তরের কর্মকর্তারা নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেয়। এদিকে পুরো বিষয়টি নিয়ে তেলিয়ামুড়া পৌর পরিষদের 13 নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ইন্দ্রজিৎ দাস জানান, কালীটিলা কালী মন্দিরের পরিচালন কমিটি রয়েছে, রয়েছে কালি টিলা গ্রাম উন্নয়ন কমিটিও। মন্দিরের উন্নয়ন নিয়ে উভয় কমিটির মতামত নিয়েই মন্দিরের নির্মাণ কাজ শুরু করাহয়েছে।মন্দিরের পরিচালনার জন্য, এবং মন্দিরের দৈনন্দিন উন্নয়নের জন্য খরচ চালানোর জন্য অর্থের প্রয়োজন। মন্দিরের প্রণামী বাবদ যে অর্থ পাওয়া যায় তা দিয়ে দৈনন্দিন খরচ চালানো মুশকিল হয়ে পড়েছে। বিকল্প আয় দিয়ে মন্দিরের উন্নয়ন এবং মন্দির পরিচালনার জন্যই এই কর্মসূচি নেওয়া হয়েছে। সেখানে কোনরকম ব্যক্তিগত ইচ্ছার কোন জায়গা নেই বলে জানান কাউন্সিলর ইন্দ্রজিৎ দাস।
62
previous post