Home » হাসপাতাল রোডে নবরাগ সংঘের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হাসপাতাল রোডে নবরাগ সংঘের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

by admin

ধর্মনগর প্রতিনিধি। হাসপাতাল রোডে নবরাগ সংঘের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৭ই জুন সোমবার উত্তর ত্রিপুরা জেলার জেলাসদর ধর্মনগর শহরের হাসপাতাল রোডে সকাল আনুমানিক ৮টা ৩০মিনিট নাগাত এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন ডাক দিয়েছেন ক্লিন ধর্মনগর গ্রীন ধর্মনগর লাভ ধর্মনগর। এই ডাকে সারা দিয়ে ধর্মনগরের সকল অংশের জনগণ এগিয়ে এসেছেন। একে কেন্দ্র করেই নবরাগ সংঘ ক্লাবের এই উদ্যোগ। দারুন উৎসাহের সাথে সকলে বৃষ্টিস্নাত সকালে এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, যুব মোর্চার ধর্মনগর মন্ডলের মন্ডল সভাপতি রাহুল কিশোর রায়,নবরাগ সংঘ ক্লাবের সভাপতি,সম্পাদক সহ ক্লাবের সকল সদস্যরা।

You may also like

Leave a Comment