Home » পুলিশ এবংএনএসডিসিএল এর তৎপরতায় জাতীয় সড়ক ধস মুক্ত হলো।

পুলিশ এবংএনএসডিসিএল এর তৎপরতায় জাতীয় সড়ক ধস মুক্ত হলো।

by admin

প্রতিনিধি, তেলিয়ামুড়া।।

সকাল থেকে মুষলধারে বৃষ্টির পরিপ্রেক্ষিতে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামী থানা এলাকায় একাধিক জায়গায় পাহাড়ের মাটি ধসে পড়ায় কিছুক্ষণ সময়ের জন্য ব্যাহত হয় যানবাহন চলাচলে। মুঙ্গিয়া কামীর ৩৫ মাইলে জাতীয় সড়কের উপর বড়সড় ধ্বস পড়ে। স্বাভাবিকভাবেই এর পরিপ্রেক্ষিতে সকাল প্রায় সাড়ে ১১ টা থেকে জাতীয় সড়কের উপর রাস্তার দুই ধারে অগণিত যানবাহন আটকা পড়ে যায়। দীর্ঘক্ষণ এভাবে মানুষ ধসের পরিপ্রেক্ষিতে রাস্তায় আটকে পড়ার খবর মঙ্গিয়া কামি থানাতে আসার সাথে সাথেই তৎপর হয়ে ওঠে পুলিশ। খবর যায় এনএইচডিসিএল এর নিকট। পুলিশ এবং এন এইচ ডি সি এল কর্মকর্তারা ঘটনাস্থলে আসার পর বন কর্মীরাও উপস্থিত হয়। এরপর কিছুক্ষণ পর ডজার দ্বারা ধস সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয় এবং প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পর সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। এর পাশাপাশি জাতীয় সড়কের ৪৪ মাইল এলাকাতেও একইভাবে ধস পড়ার পরিপ্রেক্ষিতে জনজীবন দারুণভাবে প্রভাবিত হয় এবং যান চলাচলে সমস্যা তৈরি হয়।
এখানে উল্লেখ্য পুলিশ এবং এনএসডিসিএল কর্তৃপক্ষ তৎপরতার সঙ্গে ধস সরিয়ে নেওয়াতে পুনরায় যানজট চালু হওয়াতে শ্রমিকদের মধ্যেও সন্তুষ্টি দেখা দেয়। এদিকে পুনরায় মুষলধারে বৃষ্টি আসার ও প্রবল সম্ভাবনা রয়েছে। তার জন্যও এনএসডিসিএল কর্তৃপক্ষ ও সতর্ক রয়েছে বলে জানা গেছে।

You may also like

Leave a Comment