সংবাদ প্রতিনিধি কৈলাসহর:-আবারো সমাজ সেবায় এগিয়ে এসে নজির গড়লো কুমারঘাট প্রেস ক্লাব।একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন” এই লক্ষকে সামনে রেখে কুমারঘাটে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির।কুমারঘাট প্রেস ক্লাব,লায়ন্স ক্লাব এবং আসাম রাইফেলস ২৮ নম্বর বাহিনীর যৌথ উদ্যোগে সোমবার কুমারঘাটের মাঙ্গলিক হলঘরে অনুষ্ঠিত হয়েছে এই রক্তদান শিবির। মঙ্গল প্রদ্বীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। উপস্থিত ছিলেন মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুচরিত চাকমা,কুমারঘাট প্রেস ক্লাবের সভাপতি তপন বনিক, আসাম রাইফেলসের কমানডেন্ট কর্নেল আরএস নেগি,লায়ন্স ক্লাব কুমারঘাট রয়েলসের সহ সভাপতি ডক্টর সুব্রত শর্মা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উদ্বোধকের ভাষনে সভাধিপতি বলেন,বিভিন্ন ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের সংঙ্কট চলছে এই অবস্থায় এই ধরনের শিবির যথেষ্ট তাৎপর্যপূর্ন।এই ধরনের শিবিরের আয়োজন করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান অতিথিরা।দেশ রক্ষার পাশাপাশি সমাজসেবামূলক কাজে এগিয়ে আসায় আসাম রাইফেলসের ভূয়োসি প্রশংসা করেন সকলেই।অনুষ্ঠানে স্বাগত ভাষন রাখেন কুমারঘাট প্রেসক্লাবের সম্পাদক আশুতোষ পাল। এদিনের শিবিরে কুমারঘাট প্রেস ক্লাবের সদস্য ও চারজন মহিলা সহ শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। কুমারঘাট মহকুমায় আয়োজিত অন্যান্য রক্তদান শিবিরগুলোকে ছাপিয়ে এই প্রথমবার এতো বিশাল সংখ্যক রক্তদাতা এদিনের শিবিরে এগিয়ে এসেছেন বলে অভিমত সচেতন মহলের।
113
previous post