Home » গন্ডাছড়ার প্রত্যন্তে প্রশাসনিক কাম স্বাস্থ্য শিবির

গন্ডাছড়ার প্রত্যন্তে প্রশাসনিক কাম স্বাস্থ্য শিবির

by admin

 প্রতিনিধি, গন্ডাছড়া ১০ জুন:- প্রশাসনিক সুবিধা মানুষের হাতের কাছে পৌঁছে দিতে সোমবার গন্ডাছড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে আরও একটি প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। এদিন মহকুমার প্রত্যন্ত দলপতি এডিসি ভিলেজের কর্ণকিশোর পাড়া জেবি স্কুল মাঠে প্রশাসনিক কাম স্বাস্থ্য শিবিরে স্কুল এডভাইজারি কমিটির চেয়ারম্যান চন্দ্র দা ত্রিপুরা, মহকুমা শাসক অফিসের ডিসিএম, দলপতি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সহ অন্যান্য দপ্তরের আধিকারিকগন। এদিন প্রশাসনিক শিবিরে এলাকাবাসীদের বিভিন্ন জরুরি কাগজপত্র প্রদান করা হয় পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা এলাকার প্রায় শতাধিক জনজাতিদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধপত্র বিতরণ করেন। এই দিন প্রশাসনিক কাম স্বাস্থ্য শিবির হাতের কাছে পেয়ে এলাকার জনজাতিরা দারুণ খুশি।

You may also like

Leave a Comment