ধর্মনগর প্রতিনিধি। সকাল থেকে ধর্মনগর এবং কদমতলা পথ অবরুদ্ধ হয়ে পড়ে আছে বলে পড়ে আছে বলে সংবাদ। বিদ্যুতের দাবিতে এলাকার ইছাইলালছড়া এলাকায় গ্রামবাসীরা রাস্তায় অবরোধ গড়ে তুলে। তাদের দাবি কদমতলা ব্রজেন্দ্র নগর প্রভৃতি এলাকায় বিদ্যুৎ সংযোগ থাকলেও চার দিন ধরে এই এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই। বারে বারে বিদ্যুৎ দপ্তরের ফোন করা হলেও তারা আসছি দেখব এই বলে বলে কথা এড়িয়ে চলেছেন ।এদিকে বিদ্যুতের কারণে মানুষের প্রাণ উষ্ঠাগত হয়ে পড়েছে। বিদ্যুতের জন্য জলের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। দিনের পর দিন পানীয় জল না পেয়ে এলাকাবাসীদের জীবন অসহনীয় হয়ে পড়েছে। নোংরা নদী নালা জল খেয়ে এদের জীবন অতিবাহিত করতে হচ্ছে বলে অভিযোগ উঠে এসেছে। নিজের বাচ্চাদের বিশেষ করে ছোটদের ভবিষ্যৎ নিশ্চিত করতে আজ গ্রামবাসীরা সকাল থেকে রাস্তা অবরোধে নেমে পড়ে। এলাকায় এই খবর সম্প্রচারিত হতে আরক্ষ্য দপ্তরের কর্মীরা এলাকায় ভিড় জমায় এবং বিদ্যুৎ নিগমের কন্টাকটারের লোকেরা এসে এদেরকে অর্থাৎ অবরোধকারী প্রায় আটশ হাজার গ্রামবাসীদের রাস্তা অবরোধ থেকে প্রতিহত ব্যবস্থা নিতে বলে। কিন্তু গ্রামবাসীদের দাবি হচ্ছে যতক্ষণ না মহকুমা ম্যাজিস্ট্রেট এসে বিদ্যুৎ দিবে বলে আশ্বাস না দেন ততক্ষণ পর্যন্ত রাস্তা অবরোধ চলবে। এদিকে রাস্তার দু’ ধরে হাজার হাজার যানবাহন দাঁড়িয়ে পড়েছে। মানুষ স্বাভাবিক জীবনযাত্রা থেকে পিছিয়ে পড়ছে এই রাস্তা অবরোধের কারণে। জানা গেছে পাঁচ ঘন্টা অবরোধের পর কদমতলার থানার ওসির আশ্বাসে অবরোধ মুক্ত হয় ।
ধর্মনগর কদমতলা পথ বিদ্যুৎ এবং জলের কারণে অবরুদ্ধ।
136