91
- প্রতিনিধি , উদয়পুর :- রেমেল ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত রাজ্যজুড়ে । গোমতী জেলার উদয়পুরে গত দুইদিন ধরে ভারী বৃষ্টিপাতের জেরে গোমতী নদীর জল বেড়ে গিয়েছে । এর ফলে প্রশাসন থেকে মৎস্যজীবীদের জন্য নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে । কিন্তু জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মৎস্যজীবীরা নৌকা নিয়ে উত্তাল গোমতী নদীর জলে মাছ শিকার করার জন্য নেমে গিয়েছে । কোথাও আবার নদীর ধারে দাঁড়িয়ে ধরা হচ্ছে মাছ । কিন্তু মহারানী বাঁধে দুটি গেইট ইতিমধ্যে ছাড়া হয়েছে অতিরিক্ত জল বেড়ে যাওয়ার কারণে। কিন্তু তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে মৎস্যজীবীরা নদীতে নেমেছে মাছ শিকার করার জন্য তাতে করে যদি কোন প্রকার প্রাণহানির ঘটনা ঘটে যায় নদীর মধ্যে । এর ফলে বড় বিপত্তি তৈরি হবে মহারানী বাঁধে । অপরদিকে কোন ধরনের পুলিশ মোতায়েন করা হয়নি বাঁধের উপর । তার ফলে প্রতিনিয়ত মৎস্যজীবীরা নদীর মধ্যে নেমে যাচ্ছে। যেভাবে সাধারণ মানুষ প্রশাসনের নিষেধাজ্ঞাকে বৃদ্ধা আঙ্গুল দেখাচ্ছে তাতে করে প্রশ্ন উঠছে প্রশাসনের উপর। কেন সুরক্ষার কথা মাথায় রেখে পুলিশ মোতায়েন করা হয়নি মহারানী বাঁধের উপর ? এই বিষয়ে জেলা প্রশাসন মুখ খুলতে নারাজ ।