176
প্রতিনিধি, বিশালগড় , ১৯ মে।। রক্তের চাহিদা পূরণে এগিয়ে এলেন স্মার্ট ভ্যালু। রবিবার বিশালগড় মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে স্মার্ট ভ্যালুর উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডা: জে এম দাস। স্মার্ট ভ্যালুর পক্ষে অভিজিৎ সরকার জানান ত্রিশ জন সদস্য সদস্যা স্বেচ্ছায় রক্তদান করেছে। তিনি জানান নানা সামাজিক কর্মকান্ডে যুক্ত রয়েছে স্মার্ট ভ্যালু। আগামী দিনেও এই ধরনের রক্তদান কর্মসূচি হাতে নেয়া হবে। মহকুমা স্বাস্থ্য আধিকারিক ড: জে এম দাস জানান বর্তমানে খানিকটা রক্তের সংকট রয়েছে। সবাই এগিয়ে এলে এই সংকট দূর করা সম্ভব হবে। আনুষ্ঠানিকতার দরকার নেই। ব্লাড ব্যাঙ্কে এসে যে কেউ রক্তদান করতে পারে। রক্তদানের সুফল নিয়ে আলোচনা করেন তিনি।