ধর্মনগর প্রতিনিধি।
বি এম এস এর অফিস প্রাঙ্গণ এবং বাগবাসা কেন্দ্রের চালক জয়দীপ দেবনাথ এর উপর আক্রমণের প্রতিবাদে আজ মিশন টিলা কামেশ্বর এলাকায় রাস্তা অবরোধ করল বাগ বাসার কেন্দ্রের সাধারণ গাড়ি চালকরা। গতকাল ভারতীয় মজদুর সংঘের বাগবাসায় কেন্দ্রের অফিসের ওপর ধর্মনগর তথা উত্তর জেলা সভাপতি সুব্রত রুদ্র পালের বিরুদ্ধে অভিযোগ যে ওনার নেতৃত্বে নাকি বাগ বাসা ভারতীয় মজদুর সংঘের অফিসের উপর আক্রমণ হয়েছে। তারা ঘটনাটি ঘটার পর প্রচন্ড মর্মাহত এবং স্থানীয় বিধায়ক যাদব লাল নাথ, উত্তর জেলা সভাপতি কাজল দাস এবং মন্ডল সভাপতি সুদীপ দেব কে সম্পূর্ণ ব্যাপারটি জানিয়েছেন। শুধুমাত্র তাই নয় শনিবার বাগ বাসার উদ্দেশ্যে যখন গাড়ি চালক জয়দীপ দেবনাথ যাচ্ছিলেন তখন আই এস বিটির সামনে থেকে তার একুশ হাজার টাকা এবং তাকে মারধর করে আইএসবিটিতে তার গাড়ি আটকে রেখে দেওয়ার প্রতিবাদে আজ বিকেলে ধর্মনগর বাগবাসা রোড মূলত বরইতলী এলাকায় রাস্তা অবরোধ করে স্থানীয় চালকরা। অবস্থা বেগতিক দেখে এলাকার বিধায়ক যাদব লাল দেবনাথ ছুটে যান এবং উনার পরামর্শে দুই প্রান্তে হাজার হাজার গাড়ি আটকে থাকা ছাড়া পায়। মূলত যাদব লাল দেবনাথ এর আশ্বাসে এরা আপাতত রাস্তা ছাড়ে বলে জানা গেছে।
রাস্তা অবরোধ এলাকার বিধায়কের কথায় অবরোধ মুক্ত।
92