Home » বিলোনিয়ায় নাশকতার আগুনে পুড়লো টাটা ম্যাজিক গাড়ি ।

বিলোনিয়ায় নাশকতার আগুনে পুড়লো টাটা ম্যাজিক গাড়ি ।

by admin

কি ভাবে, কখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে জানা না গেলেও , গাড়ির মালিক সহ এলাকাবাসীদের দাবি নাশকতামুলক ভাবে আগুন লাগানো হয়েছে গাড়িতে। এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বিলোনিয়া থানাধীন মহামায়া ক্লাব চত্ত্বর এলাকায়। TR01A M0624 এই নম্বরের গাড়ি পুড়ে ছাই।এই গাড়ির মালিক টুটন দে। আজ দুপুর দেড়টা নাগাদ টুটনদের স্ত্রী সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান , গত বৃহস্পতিবার রাত আনুমানিক তিনটা নাগাদ গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে প্রতিবেশী তাদেরকে ঘুম ডেকে তুলে। ঘুম থেকে উঠে তারা দেখতে দাউ দাউ করে পান আগুন জ্বলছে । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরে। যদিও দপ্তর কর্মীরা আসার পূর্বেই প্রতিবেশী এবং পরিবারের লোকজন সহযোগিতায় গাড়িতে জ্বলতে থাকা আগুন নিভিয়ে নেয়া সম্ভব হয়েছিল। এই বিষয়ে বিলোনিয়া থানায় একটি মামলার দায়ের করা হয়েছে । পুলিশ তদন্তে নেমেছে।

You may also like

Leave a Comment