Home » পার্শ্ববর্তী বাংলাদেশ থেকে এসে ধর্মনগর রাগনা ধরা পড়লো এক অজগর সাপ।

পার্শ্ববর্তী বাংলাদেশ থেকে এসে ধর্মনগর রাগনা ধরা পড়লো এক অজগর সাপ।

by admin

ধর্মনগর প্রতিনিধি। খাদ্যের অভাবে মানুষ যেমন এক দেশ থেকে অপর দেশে পাড়ি দিয়ে তেমনি বিশাল আকারের অজগর ও এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দেয়। বৃহস্পতিবার সকালে রাগনা গ্রাম পঞ্চায়েতের কঙ্কন পালের বাড়িতে একটি অজগর সাপ প্রবেশ করে। সাপটি পার্শ্ববর্তী বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে বলে অনুমান করা হচ্ছে। আস্তে আস্তে জঙ্গল ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই জংলি প্রাণীরা খাদ্যের সন্ধানে সমতলে প্রবেশ করছে। এরই অঙ্গ হিসাবে কঙ্কন পালের বাড়িতে সাতটি প্রাথমিকভাবে প্রবেশ করার পর এলাকার লোকেরা জমায়েত সৃষ্টি করে অবশেষে বাপন পালের বাড়ি থেকে সাতটি কে বনদপ্তরের কর্মীরা ধরে নিয়ে যায়। এই বিশাল আকারের অজগরের জন্য রোয়া অভয়ারণ্য কে ঠিক করা হয় এবং সেখানে ই সাপটিকে ছাড়া হয় বলে বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। খাদ্যের অভাবেই জঙ্গলাকীর্ণ অঞ্চল থেকে সমতল মানুষের বসবাসে এদের আগমন বলে বনদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে।

You may also like

Leave a Comment