প্রতিনিধি, উদয়পুর :- উদয়পুর পৌর পরিষদের কর্মী দেবব্রত বিশ্বাসকে মারধরের অভিযোগ করে বাম কর্মীদের বিরুদ্ধে। গত সোমবার রাজনৈতিক সংঘর্ষ উত্তপ্ত হয় উদয়পুর। বিএমএসের কর্মী দেবব্রত বিশ্বাসকে আক্রমণ করার ঘটনায় রাধা কিশোরপুর থানায় মামলা দায়ের করে নেতৃত্বরা। কিন্তু ২৪ ঘন্টা পার হয়ে গেলেও এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি বাম কর্মীরা । এই বিষয়ে বুধবার সন্ধ্যা রাতে উদয়পুর রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাসের সাথে দেখা করেন গোমতির জেলা বিএম এসের সভাপতি গৌতম দাস থেকে শুরু করে বিএমএসের জেলা স্তরের বিভিন্ন নেতৃত্বরা । একই সাথে বিজেপির বেশ কয়েকজন নেতৃত্বে এদিন কথা বলেন ওসি বাবুল দাসের সাথে । পরে দীর্ঘ এক ঘন্টার বৈঠক শেষে বিএমএস নেতৃত্বরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান থানার ওসি বাবুল দাস আশ্বস্ত করেছেন বৃহস্পতিবার দুপুরের মধ্যে আদালতে চার্জশিট জমা দেওয়া হবে। কিন্তু এই বিষয় নিয়ে কোনভাবেই পৌর পরিষদের কর্মচারী থেকে শুরু করে বিএমএস নেতৃত্বরা সন্তুষ্ট হননি ওসি বাবুল দাসের কথায় । নেতৃত্বরা জানান তারপরেও আইনের প্রতি ভরসা রেখে সম্পূর্ণভাবে থানাকে সহযোগিতা করা হবে। কিন্তু উদয়পুরের শিক্ষিত মহলে প্রশ্ন উঠছে কেন উদয়পুর পৌর পরিষদের কর্মচারীকে মারধর করা হলো তা এখনও বুঝে উঠতে পারছে না উদয়পুরের নাগরিক সমাজ ।
103