ধর্মনগর প্রতিনিধি। সোমবার অর্থাৎ 13 ই মে নিজেকে নির্দোষ হিসেবে পরিগণিত করলেন ডেকোরেটার্স পয়েন্ট এর মালিক সন্তোষ কুমার দে। সে একজন সংঘ পরিবারের মানুষ হিসাবে পরিচিত। কিন্তু গত ছয় তারিখ অর্থাৎ ৬ মে ধর্মনগর রেলগেট থেকে চুরি কাণ্ডে একজন মহিলা ও দুজন পুরুষকে সন্দেহজনক ভাবে ধর্মনগর থানার পুলিশ গ্রেফতার করেছিল। কিছুক্ষণের মধ্যেই সন্তোষ কুমার যে নিজেকে নির্দোষ প্রমাণ করে ধর্মনগর থানা থেকে ছাড়া পেয়ে যায়। কিন্তু ৬ তারিখ একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হয়েছিল যে সন্তোষ কুমার দে চুরি-কাণ্ডের সাথে জড়িত। তিনি যে জড়িত নন তার পরিচয় দিয়ে এবং সংঘ পরিবারের মানুষ বলে নিজেকে পরিচয় দিয়ে সাংবাদিক সম্মেলন করলেন সন্তোষ কুমার দে ঢ়ুপিরবন্দলালছড়া কলোনি বসবাসকারী সন্তোষ কুমার দেকে অযথা জিজ্ঞাসাবাদ করার জন্য ধর্মনগর থানার পুলিশ গ্রেপ্তার করেছিল। তার সাথে থাকা সুজন দাস পেশায় রাজমিস্ত্রি সে জড়িত এবং সাথে একজন মহিলার জড়িত আছে বলে পুলিশ সূত্রের খবর। উল্লেখ্য ধর্মনগর যে অযথা চুরি-চামারি কান্ড সংগঠিত হচ্ছে তার দায়িত্বভার গ্রহণ করেছেন ঊনকোটি জেলার পুলিশ সুপার এবং উত্তর জেলার পুলিশ সুপারের দায়িত্বে থাকা কান্তা জাহাঙ্গীর এখন উত্তর জেলা যে অতিরিক্ত ভাবে চুরি কান্ড সংগঠিত হচ্ছে তার জন্য দায়িত্বভার গ্রহণ করেছেন।
191
previous post