প্রতিনিধি, বিশালগড় , ১৩ মে।। আবারো নাবালিকা অপহরণের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মধুপুরে। ঘটনার ১২ দিন পরেও নাবালিকার খোঁজ মিলেনি। মেয়েটি মৃত না জীবিত রয়েছে কেউ জানেনা। উদ্বিগ্ন নাবালিকার পরিবার। অবশেষে নাবালিকা উদ্ধারের দাবিতে মধুপুর থানা ঘেরাও করলো হিন্দু জাগরণ মঞ্চ। জানা যায়, সিপাহীজলা জেলার মধুপুর থানা এলাকার জনজাতি পরিবারের ১৫ বছরের হিন্দু নাবালিকা মেয়েকে কমলাসাগর মিয়া পাড়ার যুবক জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে নিয়ে পালিয়ে যায় । ঘটনার দিন রাতেই মধুপুর থানায় ওই যুবকের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করে নাবালিকার পরিবার। কিন্তু ১২ দিন পরেও পুলিশ নাবালিকা মেয়েটিকে উদ্ধার করতে পারেনি। মধুপুর থানার নিষ্ক্রিয়তায় সংশ্লিষ্ট এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে। অবশেষে সোমবার দুপুরে নাবালিকা মেয়েটির পরিবার সহ হিন্দু জাগরণ মঞ্চের এক প্রতিনিধি দল মধুপুর থানা ঘেরাও করে। কিন্তু তদন্তকারী অফিসারের কাছে ঘটনার জবাব চাইতে গেলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। নাবালিকা মেয়েটির পরিবার সহ হিন্দু জাগরণ মঞ্চের দাবি পুলিশ যদি সক্রিয় ভূমিকা পালন করতো তাহলে অবশ্যই নাবালিকা মেয়েটিকে খুঁজে বের করা সম্ভব হতো। তাদের দাবি প্রশাসন যেন সক্রিয় ভূমিকা পালন করে নাবালিকা মেয়েটিকে উদ্ধারের ব্যবস্থা করে। পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুশিয়ারি দেন হিন্দু জাগরণ মঞ্চের নেতৃবৃন্দ।
116
previous post