প্রতিনিধি, বিশালগড় ১১ মে।। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশালগড়ের সুরাঞ্জলি সঙ্গীত শিক্ষা কেন্দ্রের উদ্যোগে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সন্ধ্যা রাতে শুভদীপ মিলনায়তনে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ। এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর রিমি ঘোষ, শিক্ষাবিদ গণেশ ভৌমিক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জিতেন্দ্র চন্দ্র সাহা। সভাপতিত্ব করেন হরিদাস ভৌমিক। সুরাঞ্জলি সঙ্গীত শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষা ইলা দেবনাথ স্বাগত বক্তব্য রাখেন। অতিথিরা কবি গুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। উদ্বোধক পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ কবি গুরুর নোবেল জয়ীর প্রেক্ষাপট আলোচনা করে বলেন বহুমাত্রিক সৃজন কর্মে বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন কবি গুরু রবী ঠাকুর। সামাজিক এবং নৈতিক অবক্ষয় দুর করতে নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতিতে আকৃষ্ট করতে রবীন্দ্র চর্চা অপরিহার্য। অনুষ্ঠানে সুরাঞ্জলি সঙ্গীত শিক্ষা কেন্দ্র সহ স্থানীয় শিল্পীরা রবীন্দ্র সঙ্গীত নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে এলাকার রবী অনুরাগী নাগরিকদের উপস্থিতি ছিল লক্ষনীয়। প্রতি বছর এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করবেন বলে জানান অধ্যক্ষা ইলা দেবনাথ।
296
previous post