প্রতিনিধি মোহনপুর:-রাতের আঁধারে কৃষকের জমির ফসল কেটে নষ্ট করে দিল দুষ্কৃতী। ঘটনা বামুটিয়ার দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায়। নিকটআত্মীয় অভিজিৎ সরকার ফসলের ক্ষেত কেটে নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ করলেন কৃষক রায়চরন সরকার।
পেশায় কৃষক রায়চরণ সরকার। বাড়ির পাশেই চাষ করেছিলেন শসার। সবে মাত্র বিক্রি শুরু হয়েছে। লক্ষ্য ছিল প্রায় ১ লক্ষ টাকা বিক্রি হবে শসা। কিন্তু সেই লক্ষ্য আর পূরণ হলো না। শুক্রবার গভীর রাতে উনার জমিতে হামলা করে নিকটাত্মীয় অভিজিৎ সরকার। অভিযুক্তের বাড়ি ইন্দ্রনগর কালীবাড়ি এলাকায়। সমস্ত শসা গাছ কেটে দিয়েছে অভিজিৎ। পাশাপাশি জমিতে সেচ দেওয়ার জন্য ব্যবহৃত সোলার পাম্পের প্যানেল বক্স ভেঙ্গে দিয়েছে অভিযুক্ত। রায়চরন সরকার বলেন উনার ছেলে রাতে ঘর থেকে বের হয়ে টর্চের আলোয় দেখতে পায় তাদের নিকট আত্মীয় অভিজিৎ সরকার শসা গাছ কাটছে। তাঁকে ধাওয়া করতেই সে বাইক নিয়ে পালিয়ে যায়। কিন্তু পালানোর সময় তাঁর হেলমেট পড়ে গিয়েছে জমির পাশে। সোমবার সকালে ঘটনাস্থলে যায় পুলিশ। রায়চরণ সরকারের অভিযোগ করেন প্রায় মাস ছয়েক আগে অভিযুক্ত অভিজিৎ সরকার পরশ্রী সাথে ফষ্টিনষ্টি করার ক্ষেত্রে বাঁধা দিয়েছিলেন তিনি। এই বিষয়টি তখন পুলিশ পর্যন্ত গড়িয়েছিল। সেই সময় অভিজিৎ সরকার রায়চরনকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল বলে অভিযগ। সেই ঘটনার রেস ধরেই এদিন উনার উৎপাদিত ফসল ধ্বংস করে দেওয়ার পাশাপাশি সেচের পাম্পের যন্ত্রাংশ ভেঙ্গে দেওয়ার অভিযোগ অভিজিতের বিরুদ্ধে।
কৃষকের জমির ফসল খেত কেটে নষ্ট করে দিল দুষ্কৃতী
130