প্রতিনিধি,গন্ডাছড়া :- দীর্ঘ বঞ্চনার অবসান ঘটল গন্ডাছড়া লক্ষ্মীপুর’বাসী। গন্ডাছড়া হাসপাতাল চৌমুহনি থেকে লক্ষীপুর পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা দীর্ঘ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছিল। রাস্তা সংস্কারের দাবিতে এলাকার মানুষ বিশেষ করে বর্ষা সময় একাধিকবার রাস্তায় ধান গাছ লাগানো থেকে শুরু করে রাস্তা অবরোধ পর্যন্ত সংঘটিত করে। এর জন্য হরিপুর গ্রামের বেশ কয়েকজনকে জেল পর্যন্ত কাটতে হয়েছিল। এরপরও রাস্তা সংস্কারে প্রশাসনের কোন হেলদোল ছিল না। অথচ রাস্তাটি গন্ডাছড়া শহর এলাকায়। অবশেষে ২০১৮ সালে বিজেপি সরকার রাজ্যের শাসন ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর বেহাল এই রাস্তাটি সংস্কারে বিশেষ উদ্যোগ নেয়। এই মোতাবেক পূর্ত দপ্তর থেকে রাস্তা সংস্কারের জন্য বেশ কয়েকবার দরপত্র আহবান হয়, এমনকি পরবর্তীতে কাজও শুরু হয়েছিল। কিন্তু নানান প্রতিকূলতার কারণে রাস্তা সংস্কারের কাজ মাঝপথে বন্ধ হয়ে যায়। এরপর আবার নতুন করে রাস্তা সংস্কারের জন্য পূর্ত দপ্তর দরপত্র আহবান করে। তাতে দেখা গেছে কাজটি পান মহকুমা এলাকার বাইরের এক ঠিকাদার লিটন গোপ। তিনি বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে এলাকার মানুষের সহযোগিতায় কাজের গুণগতমান বজায় রেখে দ্রুতগতিতে কাজ শুরু করেন। ঠিকাদার বাবু তিন মাসের মধ্যেই রাস্তায় মেটেলিং করে কার্পেটিং এর কাজ শেষ করে ফেলে। রাস্তা সংস্কারের ফলে লক্ষ্মীপুর, ৩৬ কার্ড, হলুদ ঝাড়ি , রাঙ্গা ঝাড়ি, হরিপুর, টিলা’বাড়ি এলাকার শত শত জাতি-জনজাতি অংশের মানুষ দীর্ঘ বঞ্চনা থেকে মুক্তি পায়। এখন খুব অনায়াসে এলাকার মানুষ পায়ে হেঁটে, সাইকেলে করে, গাড়ি করে হাটবাজারে যেতে পারছে। অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে পারছে। ছাত্রছাত্রীদের আর কাদামাটি ডিঙ্গিয়ে স্কুলে যেতে হচ্ছে না, তারা এখন সুন্দরভাবে স্কুলে যেতে পারছে। এর জন্য এলাকার মানুষ বর্তমান সরকারকে ধন্যবাদ জানান।
214
previous post